বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন উত্তরবঙ্গের (North Bengal) কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এবার টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। নতুন করে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে (West Bengal) ঢোকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
ফলে শনিবার পাহাড় এবং তার ২৪ ঘণ্টার মধ্যে উত্তরের সমতল ভিজতে পারে নতুন করে। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানান, ‘নতুন করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের জোগান ঘটতে চলেছে। যার ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হবে প্রায় উত্তরবঙ্গের সর্বত্র। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। তবে কোথাও কোথাও কিছুটা ভারীও হতে পারে।’
এপ্রিলের মাঝামাঝি যে বিকট পরিস্থিতির সৃষ্টি হয় তা অনেকটাই স্বাভাবিক। গলদঘর্ম অবস্থা এখন আর হতে হচ্ছে না তেমন কাউকে। এর মূলেই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। যেমন বুধবার নাগরাকাটায় ৯.৮, মূর্তিতে ২৭.৬, ডায়নাতে ২৭.২ ও হাসিমারায় বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার। কিছুটা বৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকাতেও। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ঝড়বৃষ্টি হয়েছে। যার প্রভাবে সর্বোচ্চ তাপমাত্রা থেকেছে নিয়ন্ত্রণে। শুষ্ক আবহাওয়া না থাকায় অস্বস্তিটাও তেমনভাবে বাড়েনি।
সন্ধ্যার পর দখিনা বাতাসে দিনের অস্বস্তিটা কার্যত উধাও হয়েছে। কিন্তু শুধু দখিনা বাতাস নয়, নতুন দফার বৃষ্টিতে কয়েক দিনের জন্য সমস্ত অস্বস্তি দূর হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সিকিমের পাশাপাশি দার্জিলিং পাহাড়ে নতুন দফার বৃষ্টি শুরু হতে পারে শনিবার। রবিবার একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত সমতল এলাকায়।
বর্তমান আবহাওয়ার যা গতিপ্রকৃতি, তাতে বৃষ্টি শুরু হতে পারে কিছুটা আগাম তবে বৃষ্টি থাকবে অন্তত তিন- চারদিন।
অপর দিকে হাওয়া অফিস জানাচ্ছে, নতুন মাস পড়তেই ফের তীব্র গরমেই কষ্ট পেতে হবে দেশবাসীকে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের(Weather Office)। অন্য়ান্য বছরের তুলনায় এ বছর মে মাসে বেশি গরম থাকবে বলেই জানা গিয়েছে। তাপমাত্রাও ৪০ থেকে ৫০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে পূর্ব থেকে মধ্য ভারতের একাধিক রাজ্যে।