বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে শুরু আবহাওয়ার লীলা। বৃহস্পতিতে দিনভর তাণ্ডব দেখাবে বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আপাতত তা অবস্থান করছে। ধীরে ধীরে করে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। যার প্রভাবে ওডিশা এবং ছত্তিশগড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। বর্ষণ চলবে বাংলাতেও (West Bengal)।
সকাল থেকেই ফুসছে আবহাওয়া। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal) পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস সুন্দরবন অঞ্চলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতা (Kolkata) এবং তার আশেপাশের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ওদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় ১৩…!’ অবশেষে পার্থকে নিয়ে মুখ খুললেন অভিষেক
সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ থেকে আগামী দুদিন তাপমাত্রাও কমবে দক্ষিণে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। তবে সপ্তাহের শেষে ফের বদল আসবে আবহাওয়ায়।
আরও পড়ুন: এবার ED অফিসারদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ? রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে ছুটলেন গোয়েন্দারা
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হলেও হতে পারে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।