পশ্চিমবঙ্গের আবহাওয়ার তুমুল পরিবর্তন! শনিবার থেকেই বৃষ্টিতে ভাসবে ৮ জেলা, মৌসম ভবনের বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফে বাংলার আট জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছিল আগেই। দক্ষিণের ( South Bengal) জেলাগুলির পাশাপাশি উত্তরের নীচের দিকে জেলাগুলিতেও গরম এবং অস্বস্তির আবহাওয়ার ব্যাপারেও সতর্ক করা হয়েছিল। তবে এর মাঝেই আছে সুখবর। শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।  পাশাপাশি কলকাতায় (Kolkata) খুব হালকা বৃষ্টির  সম্ভাবনাও তৈরি হচ্ছে। ইদের  পরেই হতে পারে এই বৃষ্টি। শনিবার থেকে সোম-মঙ্গলবারের  মধ্যে এই বৃষ্টি হতে পারে কলকাতায়।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৪৩.৫°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%

কলকাতার আবহাওয়া : কলকাতা ও তার আশপাশের এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার যা ছিল একই। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে মধ্যে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বাংলার  ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে  ২০ এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। যার জেরে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

শনিবার থেকেই বৃষ্টি : শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে বৃষ্টি হলেও একেবারে স্বস্তি মিলবে এমনটা নয়। কারণ বেশিরভাগ জায়গাতেই খুব ছিটেফোঁটা হালকা বৃষ্টি হবে। সামান্য তাপমাত্রা কমলেও অস্বস্তি ও গরম ভাব থাকবে। তবে বর্তমানে যেভাবে লু বইছে বা প্রচন্ড দাবদাহ তার থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। যদিও  গরমের থেকে স্বস্তি মিলবে এমন নয়, তবে  প্রচন্ড গরম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।


Sudipto

সম্পর্কিত খবর