প্রবল গরমে পুড়তে পুড়তেই সুখবর দিল IMD! ভিজতে চলছে পশ্চিমবঙ্গের ৮ জেলা, মুষলধারা বর্ষণে

বাংলা হান্ট ডেস্ক : গরমে প্রাণ যায় যায় অবস্থা। হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষ। কয়েকদিন স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল পশ্চিমবঙ্গ। কালবৈশাখী,শিলাবৃষ্টি, ঝড়-বৃষ্টির দাপটে অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ! কিন্তু স্বস্তি বেশিদিন টিকল না। ফের খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আইএমডি (IMD)-র খবর অনুযায়ী, আগামী সাতদিন অর্থাৎ ১-৭ জুন স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। রাজ্যের বিভিন্ন জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

রাজ্যের আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এরকম পরিস্থিতি আগামী বুধবার অবধি চলবে। কয়েক ফোঁটা বৃষ্টি হলেও এরকম আবহাওয়া বজায় থাকবে। ১ জুন পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের নানা অংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, এই গরমের হাত থেকে রেহাই পাবে না পাহাড়ও। আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও বাড়বে। এদিকে আবহাওয়া দফতরের এমন পূর্বাভাস শুনে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষেরও।

আগামী ২ জুন পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের নানা অংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৩-৫ জুন পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের নানা অংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

weather

৬ ও ৭ জুন– দক্ষিণবঙ্গের সব জেলা, ও উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের নানা অংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা না হলেও থাকবে অস্বস্তিকর গরম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

অনেকেই এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন। হাওয়া অফিস জানাচ্ছে, আজ শুক্রবার ভোরবেলায় কলকাতার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে খবর।

রবিবার রাজ্যের কোনও কোনও জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও গরমের দাপট চলবে। তবে শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে।

Sudipto

সম্পর্কিত খবর