শুরু ভয়ংকর বর্ষণ! প্রবল বৃষ্টিতে ভাসতে চলছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, আবহাওয়ার লেটেস্ট আপডেট

বাংলা হান্ট ডেস্ক : শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের (West Bengal) সব জেলায় বর্ষা প্রবেশ করে গিয়েছে। অর্থাৎ বর্ষা ছেয়ে ফেলেছে পশ্চিমবঙ্গকে। তবে অস্বস্তিকর গরম কবে কাটবে? আগামী পাঁচদিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও আজ সকালের দিক থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে (Monsoon Update)। তবে বৃষ্টি যে সময় থাকছে না, সেই সময় অস্বস্তির আবহাওয়া বজায় থাকছে। আপাতত এই পরিস্থিতি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া : আবহাওয়া (Weather) দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে (Monsoon Update)। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভালোমতো বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। গত এক সপ্তাহে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, সেটা কমে যাবে। শুধু প্রথম ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙের দুটি বা একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।’

দক্ষিণবঙ্গের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেছেন, ‘দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে, সেরকমই চলবে। শুধু  আগামী ২৫ জুন এবং ২৬ জুন বৃষ্টি কিছুটা বেশি বৃষ্টি হবে। কলকাতায় সেরকমভাবেই বৃষ্টি চলবে।’

আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে দিনের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না (Monsoon Update) বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।


Sudipto

সম্পর্কিত খবর