টানা ৪৮ ঘণ্টা ঝড় এবং শিলাবৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা জারি: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার চরম ভেলকি। ফেব্রুয়ারীতেই রাজধানী এক্সপ্রেসে চড়ে পালিয়েছে শীত। দিনের বেলায় রীতিমতো ঘামছে দক্ষিণবঙ্গবাসী। ওদিকে চলছে অসময়ের বৃষ্টি। মঙ্গল, বুধবারের পর আজও বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আজ শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সাতটি জেলায়। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

   

আজ কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা। আজ হালকা থেকে মাঝরি বৃষ্টিতে ভিজবে কলকাতাও৷ এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আজ দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া।

rain weather

আরও পড়ুন: আজকের রাশিফল ২২ ফেব্রুয়ারি, প্রেমের জীবনে চমক আসবে এই চার রাশির

আজ উত্তরবঙ্গের মালদা, দুই-দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টার জন্য উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমেছে তাপমাত্রাও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর