বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকে কলকাতার (Kolkata Weather) বিভিন্ন জায়গায় আকাশে চড়া রোদ। তবে এরই মাঝে কলকাতা ও শহরতির কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। শহরের কোথাও কোথাও আবার আকাশে ধূসর মেঘের আনাগোনা দেখা গিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক বুলেটিন জারি করে হাওয়া অফিস। সেই বুলেটিন অনুযায়ী, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরের বেশ কিছু অংশে বৃষ্টি ধেয়ে আসছে। সেই সঙ্গে দোসর হবে বজ্রপাত। উত্তর দিনাজপুরে বৃষ্টির ভ্রূকুটি দেখে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
এদিকে সকাল হতে না হতেই দেখা গিয়েছে কড়া রোদ। আবার তার মধ্যেই কয়েক শলা বৃষ্টি হয়েছে শহরের কোথাও কোথাও। হাওয়া অফিস জানাচ্ছে, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। আজ তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েক দফায় হতে পারে বৃষ্টি।
এছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলার ক্ষেত্রেও সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। বুলেটিনে বলা হয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান, হুগলী ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধেয়ে আসছে। এই তিন জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হতে চলেছে কলকাতা ও শহরতলিতে। হ্যাঁ এমনই পূর্বাভাস দিলেন আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ লক্ষ্মীবারে কলতকাতার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বৃষ্টিতে ভিজবে আশেপাশের জেলাগুলিতেও। বেশ কয়েক দফায় হবে বৃষ্টি।
এদিকে আলিপুরদুয়ারে রীতিমতো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।