প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৫ জেলায়! বদলে যাবে আবহাওয়া, এক নজরে ওয়েদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক : বর্ষা (Rainy Sesson) রাজ্যে প্রবেশ করলেও এখনও এখনও ভাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Report) পূর্বাভাস অনুযায়ী, বুধবারও তেমনই থাকবে আবহাওয়া। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়।

গত কয়েকদিন ধরেই ফের চড়ছে শহর কলকাতার তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তি ফিরছে না। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে দুপুরের

বর্ষা প্রবেশের পর নিম্নচাপের জেরে দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু, ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত সেখানে হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই।

weather 1

তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে এদিন কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। এই জেলাগুলি হল- উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।

একদিকে যখন দক্ষিণবঙ্গে সেভাবে সক্রিয় নয় মৌসুমী বায়ু সেই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

জেলাগুলির মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একইসঙ্গে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রাও বেশ কিছুটা কমবে।

জুন মাসে বর্ষার বিলম্ব প্রবেশের জন্য সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। ফলে বৃষ্টিপাতের ঘাটতি ছিল। জুলাই মাসে স্বাভাবিক হবে বৃষ্টিপাত, এমনটাই জানানো হয়েছে মৌসম ভবনের থেকে। ফলে এই ঘাটতি কিছুটা মিটতে পারে বলে মনে করা হচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর