বাংলা হান্ট ডেস্ক: গোটা সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলছে। কবে কমবে এই প্রহার? আপডেট দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে গত কিছুদিন ধরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলছে। উত্তর থেকে দক্ষিণ চলছে ঝোড়ো ব্যাটিং। তবে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী সপ্তাহে সোমবার থেকে কলকাতার আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কমবে বৃষ্টি। তবে আজ ও কাল ভালোই চলবে বর্ষণ।
তবে আপাতত দক্ষিণের বেশ কিছু জেলা যেমন বীরভূম ও মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ কিছুটা বৃষ্টি কম থাকলেও উত্তরে দানব রূপ ধারণ করেছে আবহাওয়া। যা থেকে এখনই মোটেও মিলছেনা রেহাই। আগামী ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর সেটি নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই আপাতত বেশ কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
আরও পড়ুন: ইডেন গার্ডেন্স থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জাল নোট! টাকা অঙ্ক জেনে ভিরমি খাচ্ছে কলকাতা পুলিশ
আপাতত বেশ কিছুদিন পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আরও ২-৩ দিন উত্তরে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর এই জেলা গুলিতে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কালও জারি থাকবে হলুদ সতর্কতা। তাপমাত্রাও হুড়মুড়িয়ে কমেছে উত্তরবঙ্গে। সকাল থেকে রাত, চারিদিক অন্ধকার।