মাঝের আর ২ দিন, তারপরই মুষলধারে বৃষ্টি নামবে পশ্চিমবঙ্গের বুকে! ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে তীব্র তাপপ্রবাহ, গরমের জ্বালায় পুড়ছে মানুষ। এই রকম তাপের জেরে স্থানীয় ভাবে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও বড় ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনই নেই৷  কলকাতায় (Kolkata) ফের বজ্রপাত এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বুধবারের মধ্যে অন্তত একদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

মৌসম ভবন জানিয়েছে, সপ্তাহের মাঝে একদিনের এই ঝড় বৃষ্টির তাণ্ডব বেশ জোরালো থাকবে৷ তাই ইতিমধ্যেই প্রকৃতির তাণ্ডবের জেরে ইতিমধ্যেই আগাম অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷nআজ রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মতোই৷ পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৫৯ শতাংশ৷

   

weather 2 2

আবহাওয়া দফতরের আরও জানিয়েছে, আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

বুধবার ঝড়বৃষ্টির আগে তীব্র তাপপ্রবাহে পুড়বে বাংলা৷ প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে একাধিক জেলায়৷ দক্ষিণের একাধিক জেলায় সোমবার মঙ্গলবার তাপমাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোঠা ছাড়াতে পারে৷

রবিবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজও বিকেল -সন্ধ্যা নাগাদ স্থানীয়ভাবে কালবৈশাখীর পরিস্থিত তৈরি হতে পারে৷  কলকাতা-সহ বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে গরম কমার কোনও লক্ষ্মণ নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর