দুর্যোগপূর্ণ আবহাওয়া! রেকর্ড ভাঙা বৃষ্টি রাজ্যের ৮ জেলায়, তড়িঘড়ি সতর্কতা জারি হাওয়া অফিসের

বাংলা হান্ট ডেস্ক: মা আসছেন। বর্তমানে সেই আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী, আর সেই মেজাজ মাটি করতে গত কয়েকদিন থেকে দাপিয়ে বৃষ্টি। আবহাওয়া অফিস জানাচ্ছে আগের সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, বর্তমানে তা অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ডে৷ আগামী দুদিনের মধ্যে ঝাড়খণ্ড পেরিয়ে তা বিহারের দিকে এগোবে।

গতকাল দামাল বৃষ্টি হয়েছে গোটা উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন আবহাওয়া এমনই থাকবে উত্তরে।

আজ উত্তরের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা? আজ উত্তরের সব জেলাতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। ওদিকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে।

আরও পড়ুন: ফের নয়া ছুটি ঘোষণা! বন্ধ থাকবে গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, খুশিতে আত্মহারা বঙ্গবাসী

আজ থেকে দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিকেলের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদে।

weather

আরও পড়ুন: বিচারপতির এক রায়েই ঘুরলো খেলা! নিয়োগ দুর্নীতিতে অভিষেক মামলায় বিরাট নির্দেশ হাই কোর্টের

এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হতে পারে বজ্রপাতও।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর