বাংলা হান্ট ডেস্ক : বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়বার নাম করছে না। প্রত্যেকটি ঋতুতেই এবারে বর্ষাকে কমবেশি উপভোগ করতে পেরেছেন সকলেই। বসন্তের শুরুতে ও অসময়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছওলো আবহাওয়া দপ্তর।
প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়েছিল। তারপর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। কাজেও ঘটলো এমনটাই। আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ আরও ভারী বৃষ্টিপাত হতে চলেছে।
শিলা বৃষ্টির কারণে বরফের চাদরে মুড়ে গিয়েছে দার্জিলিং। বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, কালিংপং, আলিপুরদুয়ার, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ডুকছে বাংলায়। এর পাশাপাশি পূবালী হাওয়া এবং পশ্চিম হাওয়ার সংঘাতে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণবাত।এর ফলেই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর সঙ্গে বর্ষার কোন যোগসূত্র নেই।