বাংলা হান্ট ডেস্কঃ উত্তর থেকে দক্ষিণ গোটা পশ্চিমবঙ্গেই জাঁকিয়ে বসেছে বর্ষা। গত সপ্তাহের বেশ কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। চলতি সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় জোর বর্ষণ চলেছে। আজও সেই রেশ বজায় থাকবে বলে হাওয়া অফিস (Alipore Weather office) সূত্রে খবর। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান হ্রাস পাবে।
বুধেও কলকাতার একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। শেষ দু-তিনদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি না হলেও আজ থেকে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
আজ থেকে ফের ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে উত্তরে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জোর বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রার পারদও বেশ কিছুটা পড়বে বলে পূর্বাভাস।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে আশঙ্কা৷
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবংদক্ষিণ ২৪ পরগনা বাদে বাকি জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টিপাত কমবে। ফলে ফের তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। এই গোটা সপ্তাহে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।