বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে বর্ষা (Monsoon) এল। হ্যাঁ, অবশেষে পশ্চিমবঙ্গে (West Bengal) দেখা মিলেছে বর্ষণের। গত সপ্তাতেই উত্তরে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার জেরে আপাতত উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে বর্ষা। যদিও দক্ষিণবঙ্গের অনেক জায়গায় রবিবার অবধি চলছিল তাপপ্রবাহ। তবে বহু প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি (Rain) হবে। মঙ্গলবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে।
সপ্তাহের শুরুতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে সূর্য।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের মালদায় আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দেরী হচ্ছে। তবে খুব শীঘ্রই পরস্থিতির বদল হতে চলেছে। এই সপ্তাহেই দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। যার জেরে পাক বর্ষায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২১ জুনের মধ্যে ঢুকছে বর্ষা। তারপর থেকে আস্তে আস্তে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দুদিন থেকে কিছু সময়ের জন্য বৃষ্টি হয়েছে দক্ষিণে।
তবে দক্ষিণের বিক্ষিপ্ত অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও এখনই শেষ হচ্ছে না তীব্র গরম। পুরুলিয়া , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে আরও কিছু দিন। দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের পরেই ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে খবর, এবার বর্ষার শুরুটা অত্যন্ত দুর্বল হবে পাশাপাশি বর্ষা এগোবেও অত্যন্ত ধীর গতিতে৷ তবে অনেকটা দীর্ঘস্থায়ী হবে বর্ষা।