বর্ষায় কাঁপবে রাজ্য! প্রবল বর্ষণের কড়া সতর্কতা জারি পশ্চিমবঙ্গের এই ৫ জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে তো চলছিলই এবার সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা । গত সপ্তাহ থেকেই প্রবল ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। অতি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী ৪৮ ঘন্টায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে খবর, ধীরে ধীরে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। সুতরাং পশ্চিমবঙ্গে (West Bengal) জাঁকিয়ে বসতে চলেছে বর্ষা।

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। পাহাড়ে ধস ও নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

২২ জুনের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকটি জায়গায় আকস্মিক বন্যা/ জলপ্লাবনের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

weather

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ২১ জুনের মধ্যে ঢুকছে বর্ষা। তারপর থেকে আস্তে আস্তে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দুদিন থেকে কিছু সময়ের জন্য বৃষ্টি হয়েছে দক্ষিণে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার বর্ষার শুরুটা দেরীতে হলেও বহুদিন জাঁকিয়ে থাকবে বঙ্গে। যদিও বঙ্গের বেশ কিছু জায়গায় এখনও চোখ রাঙাচ্ছে সূর্য।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর