বাংলা হান্ট ডেস্কঃ এবার বর্ষা দেরীতে এলেও গত সপ্তাহের শেষ থেকেই রাজ্য জুড়ে বর্ষার দাপট দেখা যাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। এবার পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঢুকে গেছে বর্ষা। রবিবারের পর আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস (Alipore Weather office) তরফে জানানো হয়েছে, সোমবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। সোমবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ। বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে।
দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
এই জেলাগুলির তাপমাত্রাও কমবে তিন থেকে চার ডিগ্রি।
চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দুপুর পর্যন্ত কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা পড়তে শুরু করেছে। আজও উত্তরবঙ্গের আট জেলাতেও বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে কোনও সতর্কতা জারি করা হয়নি।