বাংলা হান্ট ডেস্ক: বসন্তেই গরম-বৃষ্টি মিলিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়ার আপডেট মিলিয়ে গতকাল রাতে তুমুল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, বুধ-বৃহস্পতির পর আজ শুক্রবারও গোটা রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবারও জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। ঋতুরাজ বসন্তের সময়ে আবহাওয়ার তুলকালাম। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে এই দুর্যোগ চলবে আরও কিছুদিন। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে অধিকার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেও সতর্কতা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থানরত ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আর এই জোলো হাওয়াই রাজ্যে বৃষ্টিপাতের কারণ।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৩ ফেব্রুয়ারি, ব্যবসায় উন্নতি ঘটবে এই তিন রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া: গত দুদিন থেকে বৃষ্টিতে ভিজেছে উত্তরের একাধিক জেলা। আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত মালদা, দুই-দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘন্টার জন্য উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে।