মিলবে রেহাই ! পশ্চিমবঙ্গের এই জেলা গুলিতে হতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি : আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে সুখবর! বহু প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

বিগত কয়েক দিন ধরে অসহ্য গরমে নাকাল দক্ষিণবঙ্গ। সোমবারের পর মঙ্গলবারও প্যাচপ্যাচে গরমে কাহিল সকলে। কলকাতা-সহ রাজ্যের নাজেহাল অবস্থা। জেলায় জেলায় তাপমাত্রার পারদ চড়েছে ৪০ ডিগ্রির উপর। এই অসহনীয় গরম থেকে বাঁচতে সকলেই বৃষ্টির অপেক্ষায়। অবশেষে সেই বহু প্রতীক্ষিত আশার খবরই দিল আলিপুর আবহাওয়া দফতর।

Untitled design 2022 08 26T090246.048

মৌসম ভবন আগেই জানিয়েছিল ২২ এপ্রিল থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি ঘটবে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ, আর মাত্র কয়েক দিন এই দহনজ্বালা সইতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। শেষমেশ পূর্বাভাস মিলে গেলে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে কার্যত সিদ্ধ হয়েছে উত্তরবঙ্গও। উত্তরের জেলাগুলির জন্যও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

তবে আপাতত আরও কয়েক দিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আরও গরম বাড়তে পারে। ওই জেলাগুলিতে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর