আজ থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া! পশ্চিমবঙ্গের ১২ জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টি, কমবে তাপমাত্রাও

বাংলা হান্ট ডেস্ক : আবারও বাংলার আবহাওয়া বদল নিয়ে বড় খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন হচ্ছে দেশে। আগামী ১৬ ই মার্চ থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে এই পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৪.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%

উত্তরবঙ্গের আবহাওয়া : গতকাল ১৪ মার্চ থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলে যাওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ বুধবার থেকে বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Cyclone

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের জেলা গুলির আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বদলে যাবে আবহাওয়া। বুধবার থেকে আকাশে মেঘের আনাগোনা বাড়বে। তারসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

এবার শুরু হবে ঝড়বৃষ্টি : সারা সপ্তাহ জুড়ে রাজ্যে চলবে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের আবহাওয়া আমূল বদলে যাবে। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তিশালী হতে শুরু করবে।

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তারসঙ্গে বজ্রপাতও চলবে। ফলে মার্চের তীব্র গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবেন শহরবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।


Sudipto

সম্পর্কিত খবর