বাংলাহান্ট ডেস্ক: বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় আলিপুর আবহাওয়া দফতর সর্তকতা জারি করল। সর্তকতা জারি করা হলো দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায়।
তাছাড়া বীরভূম, মূর্শিদাবাদ, ও পূর্ব বর্ধমানেও আগামী তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছেন সমুদ্র আজ উত্তাল থাকবে। সমুদ্র থেকে ঢেউ ৩.৯ মিটার পর্যন্ত উঠতে পারে বলে জানা গিয়েছে। আজ মাঝরাত পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া কি রকম থাকবে বলে জানা গিয়েছে।