মেঘলা আকাশে তীব্র গরম! নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, মুক্তি কবে? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই ভ্যাপসা গরম। বেলা বাড়ার অস্বস্তির পরিমাণ ক্রমশ তীব্রতর হয়েছে এদিন। ভ্যাপসা গরমে বিদঘুটে পরিবেশ। আর এরই মধ্যে আবহাওয়া নিয়ে পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee)।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে তিনি জানান, উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে, তাও ধারাবাহিকভাবে হবে আরও ৩ থেকে ৪ দিন। উত্তরবঙ্গের (North Bengal) উপরের যে ৫ টি জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বাকি তিনটি জেলা মূলত মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

অপরদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। তবে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা এই বিষয়ে কিছু বলেননি তিনি।

weather

প্রথম দুই দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা বদল নেই। দুদিনের পর থেকে তাপমাত্রার একটু পতন হবে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেক ৩ ডিগ্রি কমবে। বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের বেলায়, অস্বস্তি বজায় থাকবে, ঘাম ঝরবে। তবে এই মুহূর্তে তীব্র অস্বস্তি দক্ষিণবঙ্গে থাকলেও, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে।

তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ থেকে সতর্ক থাকতে বলেছে হাওয়া অফিস। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা তুলনামূলকভাবে একটু কম থাকবে বলেই পূর্বাভাস।

বঙ্গে বর্ষা প্রবেশ করলেও বেলা পেরোলেই প্রবল গরমে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গবাসী। এদিকে একদিকে যখন অবিরাম ধারা বয়ে চলেছে পাহাড়ে, ঠিক তখনই দক্ষিণবঙ্গে ঘামে ভিজে যাওয়া-আসা অফিস যাত্রীদের। মূলত প্রায় প্রত্যেকদিনই আকাশ মেঘলা থাকছে। যার ফলে সন্ধ্যা নামলেও গরম থেকে পুরো মুক্তি মিলছে না। প্রতিফলিত হয়ে ফিরে আসছে বঙ্গের মাটিতে।

Sudipto

সম্পর্কিত খবর