বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার (Weather) আচমকাই মুড বদল! অন্তত, সাম্প্রতিক আবহাওয়ার রিপোর্টের দিকে তাকালে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। জানা গিয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ ও তার পার্শ্ববর্তী এলাকায়। যেটি বিস্তৃত রয়েছে মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত। এদিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা নিজস্ব জায়গার থেকে উত্তর দিকে বিস্তৃত রয়েছে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, আগামী ৭ দিনে এই পরিস্থিতির বিশেষ কোনো হেরফের হবে না। যার ফলে রয়েছে দক্ষিণে ফের বৃষ্টির সম্ভাবনা। এমনকি, উত্তরেও হতে চলেছে তুমুল বৃষ্টি। প্রসঙ্গত উল্লেখ্য যে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে।
পাশাপাশি, হাওয়া অফিস সূত্রে খবর মেলে যে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও, ওয়েদার আপডেটে আরও জানানো হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, রাত নটার পর বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে বৃষ্টিপাত।
আরও পড়ুন: ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবতে চলেছে রাজ্যের ১১ জেলা! তড়িঘড়ি সতর্কতা জারি IMD-র
এদিকে, বিষ্ণুপুর মহকুমাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে সেখানে। এদিকে, চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বৃষ্টিপাতের পরিমাণ বৃহস্পতিবার আরও বাড়বে বলে খবর মিলেছে। যার ফলে কিছুটা কমবে তাপমাত্রা।
আরও পড়ুন: সাইক্লোনিক সার্কুলেশন! কিছুক্ষনেই তুমুল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়, উত্তরেও দুর্যোগ
প্রসঙ্গত উল্লেখ্য যে, বুধবার সূর্যোদয় হয় ভোর ৫ টা বেজে ২১ মিনিটে এবং সূর্যাস্ত হয় সন্ধ্যে ৬ টা বেজে ৮ মিনিটে। এছাড়াও, বুধবার গুমোটের অস্বস্তি বজায় থাকার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও ফিল লাইক তাপমাত্রা রয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মতো।