রেডি রাখুন সোয়েটার! শিগ্রই বাংলায় এন্ট্রি নিচ্ছে হাড় কাঁপানো শীত, কী জানাল আবহাওয়া দপ্তর?

বাংলা হান্ট ডেস্ক: ফিল হচ্ছে শীতের (Winter) আমেজ। ঝড়-বৃষ্টির দিন শেষ হতেই ঠান্ডার আমেজে গা ভাসিয়েছে দক্ষিণবঙ্গবাসী। বাদ নেই উত্তরও। দুই বঙ্গেই হানা দিচ্ছে শীত। প্রতিবছরই অবশ্য কালীপুজোর আগেই শীত পড়া শুরু হয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না। কালীপুজোর আগে কেমন থাকবে রাজ্যের জেলা গুলোর আবহাওয়া? রইল আপডেট।

হাওয়া অফিস সূত্রে খবর আগামীকাল থেকেই ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal)। রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস, কালীপুজোর আগেই ভালো মত ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে রাজ্যের মানুষ।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কিছু কিছু জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতায সহ দক্ষিণবঙ্গে দু’ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে হানা দেবে শীত।

আরও পড়ুন: বিরাট অ্যাকশন! এবার মহিলা এজেন্টদের ডাকা শুরু করল CBI, নজরে কারা? তোলপাড় রাজ্যে

ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে আগামীকালের মধ্যে। উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে গোটা রাজ্যেই। ধীরে ধীরে আবহাওয়ার বদল দেখবে বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনা রয়েছে।

weatherw

উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইবে। দার্জিলিং এবং কালিম্পং-এ ছাড়া উত্তরবঙ্গের (North Bengal) বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর