শীতের জোরসে কামড়! দক্ষিণবঙ্গের এই ৪ জেলায় ১৭ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, আবহাওয়ার বড় খবর

বাংলা হান্ট ডেস্ক: শীত (Winter) কী তবে চলে এল? শীতের আগমনী বার্তাই কিন্তু দিচ্ছে রাজ্যের আবহাওয়া। ঝড়-বৃষ্টির দিন শেষ হতেই ঠান্ডার আমেজ। ওদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আজ কেমন থাকবে রাজ্যের জেলা গুলোর আবহাওয়া? জানুন বিস্তারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজোর আগেই বেশ কিছুটা কমবে তাপমাত্রা। চলতি সপ্তাহে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাজ্যে। সব জেলাতেই বেশ কিছুটা নামবে তাপমাত্রার পারদ। আপাতত জেলাগুলিতে পরিষ্কার থাকবে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি না হলেও কিছু কিছু জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দু’ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা। রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস, আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: আজকের রাশিফল ৯ নভেম্বর বৃহস্পতিবার! মা লক্ষ্মীর কৃপায় থাকুন নিশ্চিন্তে, প্রেমের জীবনে বড় চমক চার রাশির

নিম্নমুখী তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে গোটা রাজ্যেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনা রয়েছে।

weather44

আরও পড়ুন: নজিরবিহীন! লাইভে এসে একের পর এক বঙ্গ BJP নেতাদের নাম ধরে ধরে বিস্ফোরক অনুপম হাজরা

উত্তরবঙ্গের আবহাওয়া : দার্জিলিঙের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। দার্জিলিং এবং কালিম্পং-এ ছাড়া উত্তরবঙ্গের (North Bengal) বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে। উত্তরের সমস্ত জেলাতেই কামড় বসিয়েছে শীত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর