তাঁর নাচের দিওয়ানা ছিলেন সবাই, দশ বছর পর অভিনয়ে ফিরছেন হেলেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রায় এক দশক পর আবারো অভিনয়ে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী হেলেন (Helen)। একটা সময় হিন্দি ছবিতে তাঁর নাচের দৃশ‍্য ঝড় তুলত দর্শকদের মনে। অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবিতে ‘ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা’ গানে লাস‍্যে ভরপুর হেলেনের নাচ কেই বা ভুলতে পেরেছেন। এখন অবশ‍্য তিনি লাইট ক‍্যামেরা অ্যাকশন থেকে অনেক দূরে, পরিবার নিয়েই ব‍্যস্ত থাকেন।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের খবর অনুযায়ী, আবারো ক‍্যামেরার সামনে ফিরছেন হেলেন। তবে বড়পর্দা নয়, তিনি পা রাখছেন ডিজিটাল প্ল‍্যাটফর্মে। জানা যাচ্ছে, পরিচালক অভিনয় দেওর আসন্ন ওয়েব সিরিজটি (Web Series) মহিলা কেন্দ্রিক। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হেলেনকে।


সিরিজে মুখ‍্য চরিত্রে রয়েছেন করিশ্মা কাপুর (Karishma Kapoor)। এটা তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ। জানা যাচ্ছে, গত বছরেই নতুন ওয়েব সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বাড়বাড়ন্তে পিছিয়ে যায় শুটিং। তারপর থেকেই পরপর ফাঁড়ার মুখে পড়েছে এই সিরিজ।

প্রথমে করিশ্মা আক্রান্ত হলেন করোনায়। তারপর পরিচালকের বাবা প্রয়াত হন। একের পর এক বাধার জন‍্য পিছিয়ে যায় শুটিং। তবে এখন শেষমেষ কাজ শুরু হবে বলে শোনা গিয়েছে। প্রসঙ্গত, হেলেনকে শেষ বার দেখা গিয়েছিল ‘হিরোইন’ ছবিতে। সেখানে করিশ্মার বোন করিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।

২০১২ তে মুক্তি পেয়েছিল হিরোইন। এই নিয়ে দশ বছর পর অভিনয়ে ফিরছেন হেলেন। এতদিন পরিবারকে নিয়েই ব‍্যস্ত ছিলেন তিনি। সলমন খানের পারিবারিক ছবিতে মাঝে মধ‍্যেই দেখা মেলে তাঁর।

সম্পর্কিত খবর

X