অবাক কান্ড! Tata Nano থেকে তৈরি হয়ে গেল Helicopter, বিয়েতে ভাড়া নিচ্ছেন বরও

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকের কাছেই বিবাহের অনুষ্ঠান মানে এমন একটি ঘটনা যা স্মরণীয় করে রাখতে চান সকলে। জীবনের এই স্বর্ণালী মুহূর্তটিকে রঙিন করে তুলতে কোনো খামতিই রাখতে চান না কেউই। পাশাপাশি, বর্তমান যুগে বিবাহের একাধিক থিমযুক্ত মণ্ডপ, ঘূর্ণায়মান প্ল্যাটফর্ম, দোলনার পাশাপাশি হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করে বিবাহের স্থানে পৌঁছচ্ছেন বর।

তবে, একটি হেলিকপ্টার ভাড়া করা বেশ ব্যয়বহুল হয়। যেকারণে সবাই এই খরচ করতে পারেন না। এমবতাবস্থায়, বিহারের বাগাহার একজন মেকানিক এমন একটি উপায় বের করেছেন যেখানে তিনি একটি টাটা ন্যানো গাড়িকে আস্ত হেলিকপ্টারে রূপান্তরিত করে ফেলেছেন।

একাধিক মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, বাগাহার বাসিন্দা গুড্ডু শর্মা ন্যানো গাড়িটিকে হেলিকপ্টারে রূপান্তরিত করতে প্রায় ২ লক্ষ টাকা খরচ করেছেন। গুড্ডু পুরো বিষয়টি প্রস্তুত করতে সেন্সরের ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, তাঁর এই সৃজনশীল উদ্ভাবন ইতিমধ্যেই হিট হয়ে উঠেছে। কারণ অল্প সময়েই মধ্যেই ১৯ জন এটি বুক করেছেন৷ আপাতত ১৫,০০০ টাকা খরচ করে বরের জন্য এই হেলিকপ্টার ভাড়ায় দেওয়া হয়।

এদিকে, একটি গাড়িকে হেলিকপ্টারের রূপ দেওয়ার মূল কারিগর গুড্ডু শর্মা জানিয়েছেন যে, “ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই আবিষ্কারটি স্বনির্ভর ভারতের একটি জীবন্ত উদাহরণ। এই ধরনের একটি ‘হেলিকপ্টার’ তৈরি করতে দেড় লক্ষ টাকার বেশি প্রয়োজন। যদিও, একে হাই-টেক লুক দিতে খরচ হবে দুই লক্ষ টাকার বেশি। এর ভাড়া রাখা হয়েছে ১৫,০০০ টাকা।”

আরও জানা গিয়েছে যে, বিয়ের সময়ে এই হেলিকপ্টারের ব্যাপক চাহিদা রয়েছে। অনেকেই এর মাধ্যমে তাঁদের কনেকে বাড়িতে আনতে চান। তবে, ন্যানো দিয়ে তৈরি হেলিকপ্টারটি অনেকের কাছেই বেশ সহজলভ্য হয়ে উঠেছে কারণ স্বল্প খরচেই এটি ভাড়ায় নেওয়া যায়। এদিকে, এটি তৈরির জন্য গুড্ডুর ভূয়সী প্রশংসাও করেছেন সকলে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর