বাংলা hunt ডেস্ক : পথ নিরাপত্তা নিয়ে সরকারের কর্মসূচীর কোনও শেষ নেই।প্রতিনিয়ত সাধারণ মানুষকে বাইকে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা কোথায় তা বোঝানোর চেষ্টা চলছে।এমনকি কড়া হচ্ছে জরিমানাও কিন্ত তা বলে একেবারে হেলমেট পড়ে চার চাকা না চালানোর জন্য ফাইন !
হ্যা সম্প্রতি এমনটাই হলো কেরালার।গোটা ঘটনার বিবরণ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরবর্তী সময়ে বিস্তারিত ভাবে পোস্ট করেন ভুগ্তভোগী ব্যক্তি গোপা কুমার।গাড়ি করে সপরিবারে সাস্থানকোটা যাওয়া কালীন তার গাড়ি আটকায় পুলিশে , তাকে বলা হয় ১০০ টাকা জরিমানার জন্যে দিতে।
সেই সময় কোনও কথাবার্তা না বারিয়ে ১০০ টা দিয়ে দেন গাড়ির চালক।এরপর চালানের কথা গুলো পড়তেই অবাক হয়ে যান গাড়ির চালক , কারন সেখানে স্পষ্ট উল্লেত আছে তার জরিমানা হয়েছে হেলমেট না ব্যবহারের জন্য ।
বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিরাট পরিমানে ভাইরাল হয়েছে ।