অমিত সরকার: গুজরাতের বডেলির পেশায় ফল ব্যবসায়ী জাকির মামন বলেন, ” আমি আইনকে সম্মান করি! মানতেও চাই! কিন্তু হাজার দোকান ঘুরেও হেলমেট কিনতে পারিনি! পুলিশকে আমার সমস্যার কথা বলেছি!” এই প্রসঙ্গে ট্রাফিক পুলিশ জানায়, জাকিরের সমস্যার জন্য জাকির দায়ি নন। কাজেই তাঁর থেকে কোনও ফাইন নেওয়া হয়নি। মাথা এতোটাই বড় যে হাজার খুঁজেও কোথাও সাইজ মতো হেলমেট।
যার কারণে বিনা হেলমেটেই বাইক চালাতে হয় গুজরাতের বডেলির জাকির মামনকে। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে নতুন ট্রাফিক আইন চালু হওয়ায় বিনা হেলমেটে বাইক চালানোর অপরাধে ট্রাফিক পুলিশ জাকির মামনকে আটক করে। মামনকে ফাইনের চালানও কাটাতে বলা হয়। কিন্তু এরপর মামন পুলিশকে যা শুনায় তাতে রীতিমত অবাক হয়ে যায় খোদ পুলিশও।