IMF-এর চাপে অসহায় অবস্থা পাকিস্তানের! মুদ্রাস্ফীতির মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে ১০০ শতাংশ

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ শোচনীয় হয়ে পড়ছে পাকিস্তানের (Pakistan) অর্থনীতি। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের সাধারণ মানুষের ওপর। ঠিক সেই আবহেই এবার আরও একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (International Monetary Fund, IMF) দাবিতে এবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার গ্যাসের ট্যারিফ ১০০ শতাংশ বাড়াতে পারে। ইতিমধ্যেই সোমবার সূত্রকে উদ্ধৃত করে এআরওয়াই নিউজ এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, গ্যাসের খাতে সার্কুলার ঋণ কমাতে পরবর্তী অর্থনৈতিক পর্যালোচনার আগে গ্যাসের ট্যারিফ ১০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে IMF।

পাশাপাশি, সূত্রটি আরও জানিয়েছে যে, গ্যাসের ট্যারিফ না বাড়ানো হলে এই খাতের সার্কুলার ঋণে ১৮৫ কোটি টাকার ঘাটতি যুক্ত হবে। এদিকে, গ্যাস খাতের বর্তমান সার্কুলার ঋণ ২,৭০০ কোটি টাকা ছুঁয়েছে। আরও জানা গিয়েছে যে, ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস কোম্পানিগুলি তাদের মোট লোকসানের পরিমাণ আরও ৪৬ কোটি টাকা বাড়িয়েছে।

helpless situation of Pakistan under the pressure of the IMF

এমতাবস্থায়, গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত খসড়া “প্রস্তুত” করা হয়েছে এবং তা অর্থনৈতিক সমন্বয় কমিটির (ইসিসি) পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হতে পারে। পাশাপাশি, এর আগে সরকার সার উৎপাদনকারী খাতে গ্যাসের দাম বাড়াবে বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন: ধুলোয় মিশে যাবে চিনের অহঙ্কার! আমেরিকার এই প্ল্যানে দেওয়ালে পিঠ ঠেকবে জিনপিংয়ের

নতুন মূল্য নির্ধারণের মডেলের অধীনে, সারের খাতে ফিডস্টকের উদ্দেশ্যে গ্যাসের ট্যারিফে প্রতি এমএমবিটিইউ প্রায় ৫৮০ টাকা বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। সূত্র জানিয়েছে যে, সার উৎপাদনকারী খাতে গ্যাসের দাম প্রতি এমএমবিটিইউ ২৭৮ টাকা বাড়ানো হবে এবং গ্যাসের নতুন দর হবে ১,৫৮০ টাকা এমএমবিটিইউ। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেলআউটের দ্বিতীয় কিস্তির জন্য আলোচনা সম্ভবত অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে খবর মিলেছে।

আরও পড়ুন: চন্দ্রযান ৩-র প্রযুক্তি কিনতে চেয়েছিল NASA! চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ISRO প্রধান

এদিকে, এই খবরটি এমন একটা সময়ে সামনে এসেছে যখন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আগামী ২১ অক্টোবর পাঞ্জাব প্রদেশের রাজধানীতে তাঁর বৈঠকে নগদ অর্থ সঙ্কটে থাকা দেশটির সামনে অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসার একটি ব্লু-প্রিন্ট উপস্থাপিত করবেন বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর