করোনা যুদ্ধে নতুন অস্ত্র ভারতের হাতে! ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে ছাত্রপত্র স্বাস্থ্যমন্ত্রকের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রকের। নতুন করে করোনার দাপট রুখতে ন্যাজাল ভ্যাকসিনে (Nasal vaccine) অনুমোদন দিতে পারে ভারত সরকার। এমন সম্ভাবনার কথা গত কালই শোনা গিয়েছিল। এবার সেই সম্ভাবনাতেই পড়ল শিলমোহর। ২৪ ঘণ্টার মধ্যেই ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

নয়া দিল্লি এদিন জানিয়েছে, মিশ্র বুস্টার ডোজ (Booster Dose) হিসেবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল স্প্রে প্রয়োগ করা যাবে। আজ শুক্রবার থেকেই টিকাকরণ (Corona vaccine) কর্মসূচিতে যুক্ত হচ্ছে এই ন্যাজাল ভ্যাকসিন। প্রথমে এই ভ্যাকসিন মিলবে শুধুমাত্র বেসরকারি হাসপাতালগুলিতেই।

দেশে নয়া কোভিড ভ্যারিয়েন্ট বিএফ.৭ নিয়ে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ন্যাজাল ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি তখনও। শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ন্যাজাল ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলা হচ্ছে, ওমিক্রনের মতো স্ট্রেনের ছড়িয়ে পড়া রুখতে কার্যকর হবে নতুন ধরনের ভ্যাকসিন। পাশাপাশি নতুন করে কোভিডবিধিও জারি করতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক।

প্রসঙ্গত, এর আগেই এই ন্যাজাল ভ্যাকসিনের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল ভারত বায়োটেককে। সংস্থার ন্যাজাল ভ্যাকসিন আইএনসিও-কে শর্তসাপেক্ষে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত ভারতীয় নাগরিকই এই টিকা গ্রহণ করতে পারবেন বলে ঘোষণা করা হয়। বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিন হিসেবে এই ছাড়পত্র পায় এটি। দু’টি ডোজের এই টিকা ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবেও ব্যবহার করা যাবে বলে জানায় ভারত বায়োটেক।

X