এবার হেমাকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর, আপ্লুত সোনার মেয়ে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : তার নিজের স্বপ্নের জায়গা।এখন ফর্মে রয়েছেন অ্যাথলিট হিমা দাস। ১৯ দিনে ইউরোপে ৫টি সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন অসমের এই স্প্রিন্টার। হিমার এই সাফল্যে টুইটে তাঁকে অভিনন্দন জানালেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকরও শুভেচ্ছা জানিয়েছেন হিমা দাসকে।

প্রধানমন্ত্রী ও সচিন তেন্ডুলকরের শুভেচ্ছা পেয়ে উৎফুল্ল সোনার মেয়ে। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান হিমা দাস। আরও কঠোর পরিশ্রম করে দেশকে আরও পদক এনে দেওয়ার কথাও বলেছে সে।

প্রসঙ্গত ২ জুলাই ইউরোপে সোনার দৌড় শুরু হয় হিমা দাসের। প্রথমে পোল্যান্ডে পোজনান গ্রাপিঁতে তারপর ৮ জুলাই পোল্যান্ডে কুতনো মিটেও সোনা জিতেছিলেন তিনি। ১৪ জুলাই, ২০১৯ চেক প্রজাতন্ত্রে ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিট-এ ২০০ মিটারে চেক প্রজাতন্ত্রে ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিট-এ ২০০ মিটারে এবং সবশেষে শনিবার মহিলাদের নোভ মেস্টো নাড মেটুজি গ্র্যান্ড প্রিক্সে ৪০০ মিটারে সোনা জিতে নেন হিমা।তার এই জয়ের পথ আরও প্রসস্ত হোক সেই একান্ত কাম্য।

সম্পর্কিত খবর

X