ধর্মেন্দ্র নয়, হেমা মালিনীর সঙ্গে বিয়ের কথা ছিল এই পুরুষের, একসময় বলিউড কাঁপিয়েছেন এই হিরো!

বাংলা হান্ট ডেস্ক: হেমা মালিনী (Hema Malini) এবং ধর্মেন্দ্র জুটি প্রায় সকলের নজর কাড়ে। সেই সময় দাঁড়িয়ে বলিউড কাঁপানো জুটি মানেই এই দুজন। একসাথে কত সিনেমা বেঁধেছেন তার ঠিক নেই। শুধু তাই নয় দুজনের দাম্পত্য জুটিও সকলের কাছে খুব প্রিয়। হেমা এবং ধর্মেন্দ্রর প্রেম কাহিনী ভক্তদের কাছে একেবারে স্বপ্নের মত। আজ হেমা মালিনী (Hema Malini) এবং ধর্মেন্দ্র সুখের সংসার করলেও। একসময় কিন্তু ধর্মেন্দ্র সঙ্গে নয় অভিনেত্রীর বিয়ে হওয়ার কথা ছিল অন্য আরেক পুরুষের সাথে। চুপি চুপি মনও দিয়েছিলেন সেই পুরুষকে। একে অপরের সাথে প্রেমও হয়। কে সেই পুরুষ? যার সাথে বিয়ে হলো না হেমা মালিনীর (Hema Malini)।

Hema Malini and Sanjeev Kumar's love story

উপরের সাদা কালো ছবিতে একটি শিশুকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বয়স বড় জোর ৮ থেকে ১০ হবে। তবে এক ঝলকে কেউই বুঝতে পারবেন না এই বাচ্চা ছেলেটি আসলে কে। তবে একসময় এই বাচ্চাটির সাথেই হেমা মালিনীর (Hema Malini) গাঁটছড়া বাঁধার কথা ছিল। বলিউডের ৭০ দশকের অন্যতম অভিনেতা তিনি। তিনি আর কেউ নন সঞ্জীব কুমার। জীবনের যতটুকু সময় পেয়েছেন অভিনয়কে এক স্বর্ণ মুহুর্ত উপহার দিয়েছেন। বলিউডে অভিনেতার ছবির সংখ্যা সেঞ্চুরি পার করেছে। বিশেষ করে, শোলে সিনেমার ঠাকুর চরিত্র এখনো সকলের চোখে লেগে রয়েছে। সঞ্জীব কুমারের সিনেমা মানেই সিনেমা হল ফুল হবে এটাই স্বাভাবিক।

হেমা মালিনী (Hema Malini) এবং সঞ্জীব কুমারের বিয়ের গল্প:

সঞ্জীব কুমারের সিনেমার কথা তো প্রায় সকলেই জানেন। কিন্তু হেমা মালিনীর (Hema Malini) সঙ্গে সঞ্জীব কুমারের বিয়ে করার গল্প অনেকেই জানেন না। “সীতা অউর গীতা” সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন হেমা মালিনী (Hema Malini) এবং সঞ্জীব কুমার। সেই সময় দুজনের নিখাদ প্রেমের অভিনয় দর্শকদের মুগ্ধ করে। তবে সেই সময়, “হাওয়া কে সাথ সাথ” গানটি বেশ হিট হয়। কিন্তু এই গানে পাহাড়ে শুটিং করতে গিয়ে ঘটে যায় এক দুর্ঘটনা। আর তখনই দুজনে দুজনের প্রতি সুপ্ত ভালোবাসা, আকুলতা বেরিয়ে আসে। এখান থেকেই দুজনের প্রেমের সূত্রপাত।

 আরও পড়ুন : এবার এই শহরে বিলাসবহুল বাড়ি কিনলেন ফুটবল তারকা নেইমার, দাম জানলে আঁতকে উঠবেন

আর পাঁচটা সাধারন প্রেমিক প্রেমিকার মতোই তাদের প্রেম কাহিনী চলতে থাকে। এমনকি এক সময় হেমা মালিনীকে (Hema Malini) বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। বলিউডে কান পাতলে শোনা যায়, অভিনেত্রী যখনই সঞ্জীবের মায়ের সঙ্গে দেখা করতে যেতেন সবসময় মাথা ঢেকে রাখতেন। হেসে খেলে খুনসুটিতে বেশ ভালই দিন কাটছিল তাদের। তবে হঠাৎই কোন একটি কারণ তাদের সম্পর্কে তিক্ততা ধরিয়ে দেয়। যার ফলে তাদের সম্পর্কের দৌড় আর বেশি দূর গড়ায় না। এমনকি দুজনের বিয়ে করার স্বপ্নও অসম্পূর্ণ থেকে যায়।

আরও পড়ুন : নয়া নিয়ম কেন্দ্রের! বদল আসছে কলকাতার এইসব গাড়িতে! দেখুন, রেজিস্ট্রেশনের জন্য খরচ কত হবে

ঠিকই কারণে বিয়ে ভেঙে গিয়েছিল দুজনের: কানাঘুষো শোনা যায়, সঞ্জীব কুমার চেয়েছিলেন তাঁর স্ত্রী যেন মায়ের সেবা করেন। সেইসাথে চেয়েছিলেন তুই যেন হয় সংসারী। কিন্তু হেমা মালিনী (Hema Malini) তো তখন নিজের ক্যারিয়ার করতে ব্যস্ত। অভিনয় জগতে গগনচুম্বী সাফল্য পেতে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন। আর ঠিক এই কারণেই দুজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়।

যদিও শোনা যায় অভিনেতা নাকি অভিনেত্রীকে মন থেকে ভালোবেসে ছিলেন। তাই আর কাউকে ওই স্থানে বসাতে পারেননি, চিরকুমার থেকে গেছেন। তবে জীবনের খুব স্বল্প সময় তিনি পৃথিবীতে উপভোগ করতে পেরেছেন। মাত্র ৪৭ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। চলে গেলেও তিনি উপহার দিয়ে গেছেন বিশেষ কিছু সিনেমা। যা দর্শকের মননে আজও গেঁথে রয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর