‘হাসিনাকে আশ্রয় কেন?’ অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে বেকায়দায় ফেললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ভারতের রাজনীতিতে অনুপ্রবেশ অত্যন্ত বড় ইস্যু। এবার এই অনুপ্রবেশকে হাতিয়ার করেই ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে এগোতে চাইছে বিজেপি। এদিন এই অনুপ্রবেশ ইস্যুতেই  রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি।

অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ (Amit Shah)- কে বেকায়দায় ফেললেন হেমন্ত সোরেন

সেই ইস্তেহার প্রকাশের সময় ঝাড়খণ্ডের শাসক দল জে এম এম’কে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন অনুপ্রবেশকারীরা এসে আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে, প্রলোভনের ফাঁদে ফেলে বিয়ে করছে। আর জমি দখল করছে। কেন্দ্রীয় মন্ত্রীর আরও অভিযোগ এই রাজ্যের শাসক দল নাকি অনুপ্রবেশ কারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন।

হেমন্ত সোরেনের পাল্টা জবাব

এদিন অমিত শাহ’র (Amit Shah) এই মন্তব্যের পাল্টা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম- নেতা হেমন্ত সোরেন। আর এদিন তাঁর মন্তব্যে উঠে এসেছে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেই এদিন হেমন্ত সোরেনের প্রশ্ন ছিল, ‘তাহলে দয়া করে আমাদের বলুন যে কিসের ভিত্তিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটিতে অবতরণ করতে এবং আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হলো?’

এরপরেই তিনি বলেন, ‘আমি জানতে চাই বাংলাদেশের সঙ্গে বিজেপির কি তলে তলে কোন চুক্তি আছে? বিজেপি নিজেই বলছে তাদের শাসিত রাজ্য দিয়েই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে আসছে। ওরা নিজেরাই এই কথা বলছে। তাহলে সীমান্ত পাহারা দেওয়া কি কেন্দ্রের কাজ নয়? এখানে রাজ্যের কোন হাত নেই।’

আরও পড়ুন : মমতা বন্দোপাধ্যায়ের জুতোয় পা গলালেন কমলা হ্যারিস! ভোটের আগেই পাওয়া গেল বিরাট মিল

কি বলেছিলেন অমিত শাহ?

রবিবার  ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়ে শাহ বলেছিলেন, ‘আপনারা (জেএমএম সরকার) অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন। আপনি অনুপ্রবেশকারীদের আপনার ভোটব্যাঙ্ক বানিয়েছেন। আজ আমি ঝাড়খণ্ডের জনগণকে জানাতে চাই যে, তোষণের রাজনীতির অবসান ঘটিয়ে বিজেপি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেবে এবং ঝাড়খণ্ডের পুনর্গঠন করবে।’

Amit Shah

আর তারপরেই এবার ঘরোয়া রাজনীতিতে হাসিনা প্রসঙ্গ টেনে BJP-কে তোপ দাগলেন হেমন্ত সোরেন! আর হেমন্তের পাল্টা জবাবে এবার রীতিমত চাপের মুখে কেন্দ্রীয়  মন্ত্রীঅমিত শাহ।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর