বাংলা হান্ট ডেস্ক: ভায়ের-বোনের এত স্নেহ,কোথায় গেলে পাবে কেহ।দিদিকে খুঁজতে গিয়ে বাড়ি থেকে ২ মাইল হেঁটে শহরে হারিয়ে গেল ৪ বছরের এক শিশু। চিনের ডেজিং শহরের ট্রাফিক সিগন্যালের কাছে দিশাহীনভাবে ঘুরতে থাকে একরত্তি ছেলে। সিসিটিভি ফুটেজে ছোট্ট ছেলের কর্মকাণ্ডে দেখে পুলিশ তাঁকে পুলিশ গাড়িতে নিয়ে আসে। তারপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসল তথ্য।
দিদি-ভাইয়ের এমন সুন্দর ভালোবাসার কাহিনি শুনে অবাক পুলিশ অফিসাররা।পুলিশের কাছে চার বছরের ছেলে জানিয়েছে, ১৩ বছরের দিদি স্কুলে গিয়েছিল।
ঘরে নেই, তাই ভীষণ একা লাগছিল। তাছাড়া দিদিকে ছাড়া বাড়িতে একা থাকতে ভালো লাগে না তাঁর। অসম্ভব মিস করছিল দিদিকে। তাই দিদির জন্য দু পাউচ দুধ নিয়ে দিদার চোখকে ফাঁকি দিয়ে সে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
যদি দিদির খিদে পেয়ে যায়! সে জানেই না দিদি কোন পথ গিয়ে স্কুলে যায়। দিদি কোথায় পড়ে তাও জানে না সে।
এ স্নেহ এ ভালোবাসার রুপ যে ভাই বোনের নিখুঁত সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়।