বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন পর ‘হেরা ফেরি ৩’ এর (Hera Pheri 3) ঘোষণা হয়েছে। প্রিয় ফ্র্যাঞ্চাইজির আসন্ন ছবি দেখার জন্য দর্শকদের উত্তেজনার মাঝেই এসেছে খারাপ খবর। এই সিক্যুয়েলে থাকছেন না ‘বাবুরাও’ পরেশ রাওয়াল। হঠাৎ করেই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তার পরেই প্রবীণ অভিনেতার কাছে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করে মামলা করেছেন অক্ষয়।
পরেশের সিদ্ধান্তে অথৈ জল হেরা ফেরি ৩ (Hera Pheri 3)
সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই একটি পোস্ট করে হেথা ফেরি ৩ (Hera Pheri 3) থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন পরেশ রাওয়াল। তাঁর এই ঘোষণা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। এমনকি ছবির পরিচালক প্রিয়দর্শনও ক্ষোভ, আক্ষেপ উগরে দিয়েছেন। তিনি বলেন, সদ্যই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একসঙ্গে হেরা ফেরি ৩ (Hera Pheri 3) করবেন। অক্ষয় এতটাই আশাবাদী এবং উত্তেজিত ছিলেন যে ফ্র্যাঞ্চাইজির স্বত্বই কিনে নেন তিনি। এমনকি কিছুদিন আগেই আইপিএল টিজারের একটি দৃশ্যও তাঁরা একসঙ্গে শুট করেছেন। এর মধ্যে হঠাৎ কী হল বুঝতে পারছেন না প্রিয়দর্শন।
কী বললেন পরিচালক: অক্ষয়ের প্রতিক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, পরেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল। তাঁর কাছে এসে অভিনেতা জিজ্ঞাসা করেছিলেন, পরেশ তাঁদের সঙ্গে কেন করছেন এমনটা? এদিকে পরেশ দাবি করেছেন, তিনিই পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের প্রথম নিজের সিদ্ধান্ত জানান। কিন্তু প্রিয়দর্শন সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, তাঁকে এই সিদ্ধান্তের কথা একবারও জানাননি পরেশ। বরং ফোন করলে তিনি বলেছেন, ফোন যেন না করা হয় তাঁকে। প্রিয়দর্শনের এই সিদ্ধান্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আরো পড়ুন : রাহুল গান্ধীর পাশে ‘পাক চর’ জ্যোতি মালহোত্রা? বিরোধী দলনেতার ছবি ভাইরাল হতেই ছড়াল চাঞ্চল্য
ছবি ছাড়ার সিদ্ধান্ত কেন: পরেশ রাওয়াল (Paresh Rawal) আগে জানান, তৃতীয় ছবির (Hera Pheri 3) অংশ হচ্ছেন না তিনি। প্রথমে অবশ্য এই ছবিতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু পরিচালকদের সঙ্গে মতের অমিল হওয়ায় ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। ঠিক কী বিষয়ে মতভেদ তা স্পষ্ট না করলেও পরেশের (Paresh Rawal) ছবি এখন আর দেখানো হচ্ছে না ছবির সঙ্গে।
আরো পড়ুন : কোথাও বন্যা, কোথাও শুকিয়ে মরার দশা! ভারত জল চুক্তি স্থগিত করায় দিশেহারা পাকিস্তানের নালিশ রাষ্ট্রসংঘে
প্রসঙ্গত, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার থেকে ছবির স্বত্ব কেনেন অক্ষয়। কিন্তু শুটিং শুরু হতেই এই বিপত্তি। শোনা যাচ্ছে, অক্ষয় এবং পরেশের মধ্যে বিবাদের জেরেই নাকি ছবিটি ছাড়েন পরেশ রাওয়াল।