শনি দেবের পূজার ক্ষেত্রে জেনে নিন এমন কিছু নিয়ম, যা পালন করেন আপনিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শনি দেব (Shani dev) সকল দেবতার মধ্যে বড় না হলেও শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে অভিহিত করা হয়। অন্যান্য সকল দেবতার পূজার সঙ্গে এই দেবতার পূজার বিশেষ কিছু নিয়মের পরিবর্তন রয়েছে। ছোট থেকে আমরা সকলেই একথা শুনেছি শনি ঠাকুরের পূজা সাধারণ সপ্তাহের শনিবার করে করা হয়ে থাকে।

পিতা সূর্য এবং মাতা ছায়া পুত্র শনিদেব, গ্রহ পরিবারের সব থেকে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচিত হয়। তিনি সকল কর্মের ফল দিয়ে আসেন। অর্থাৎ কর্মফলদাতা হলেন শনি দেব। তবে আপনি যদি কোন খারাপ কর্ম না করে থাকেন, অথবা কারো খারাপ না চেয়ে থাকেন, তাহলে এই দেবতা আপনার উপর রুষ্ট হবেন না।

বিশেষত শনিবার সন্ধের দিকে অথবা রাতের দিকে এই দেবতার পূজা করা হয়। তবে পূজার শেষে ভগবানের প্রসাদ বাড়িতে নিয়ে আসা যায় না, রাস্তায় দাঁড়িয়েই সেই প্রসাদ ভক্ষণ করতে হয়। আবার অন্যান্য দেবতার প্রসাদ গ্রহণ করে, অনেকে মাথায় হাত দেন। কিন্তু এক্ষেত্রে প্রসাদ খেয়ে তৎক্ষণাৎ জল দিয়ে হাত ধুতে হয়। মাথায় হাত মুছেতে নেই। হাত ধুয়ে পরিষ্কার হাত মাথায় মোছা যেতে পারে।

অন্যান্য ঠাকুর দেবতার নাম মুখে আনার নিয়ম থাকলেও, শনি ঠাকুরের নাম মুখে আনতে নেই। সর্বদাই বড়বাবা, বড়ঠাকুর, গ্রহরাজ ইত্যাদি বলতে হয়। আবারও কখনই শনিদেবের মুখের দিকে তাকিয়ে প্রণাম করতে নেই। এই কাজের ফলে শনিদেবের অশুভপ্রভাব এবং কুদৃষ্টি পড়তে পারে আপনার উপর।

তবে এই সকল কথা পুরোহিত ও জ্যোতিষীদের মুখেই শোনা যায়। বাস্তবে এই সকল কাজ করলে, তাঁর প্রভাব আপনার উপর ঠিক কতোটা পড়বে, তা বলা অসম্ভব। তবে ভক্তি ভরে ভগবানকে ডাকলে, ভগবান সর্বদাই ভক্তের সহায় হবেন।

X