বাংলাহান্ট ডেস্কঃ কথামতন নির্বাচনে জয়লাভ করে ‘লক্ষ্মীর ভান্ডার’ (lakshmir bhandar) প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গত ১৬ ই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। চলবে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রয়োজনে আর সময় বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে সরকার।
ইতিমধ্যেই এই প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন প্রায় দেড় কোটির কাছাকাছি মহিলা। তবে অনেকেরই ফর্ম জমা দেওয়ার সময় নানারকম সমস্যা হতে দেখা যাচ্ছে। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময় বেশ কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে।
আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, তা যেন আধার কাডের সঙ্গে লিঙ্ক করা হয়। তবে সেক্ষেত্রে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না থাকলে, জয়েন্ট অ্যাকাউন্ট নম্বরও দেওয়া যাবে।
দুয়ারে সরকার ক্যাম্প রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই থাকতে হবে আপনার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্মে। না থাকলে তা কিন্তু বৈধ হবে না।
‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্মে অবশ্যই স্বাস্থ্য সাথী নম্বর দিতে হবে। তা না দিলে ফর্ম বাতিল হয়ে যেতে পারে।
‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ফর্মের সঙ্গে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সাস্থ্য সাথী কার্ড, ব্যাংক-এর পাসবই এর জেরক্স এবং নিজের একটি রঙিন ছবি অবশ্যই জমা দেবেন।
রাজ্য সরকারের এই প্রকল্পের আয়ত্তায় SC, ST ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক ৫০০ টাকা করে পাবেন। তবে সরকারী চাকুরীজীবীদের পরিবার এই প্রকল্পের আয়ত্তায় পড়বেন না।