কোন দেশের মেয়েকে বিয়ে করলে মেলে সরকারি চাকরি? IAS হতে গেলে দিতে হয় এই ধরনের প্রশ্নের উত্তর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: নিঃসন্দেহে দেশের অন্যতম একটি কঠিন পরীক্ষা হল UPSC। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম এবং গভীর নিষ্ঠার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হন প্রার্থীরা। আবার অনেকেই পান না সফলতার স্বাদ।খুব কম জনই তাঁদের স্বপ্নকে সত্যি করতে সক্ষম হন।

তবে, UPSC পরীক্ষার ক্ষেত্রে শুধুই যে লিখিত পরীক্ষা দিতে হয় তা না। বরং, প্রার্থীদের দিতে হয় একটি ইন্টারভিউও। স্বভাবতই প্রিলিমস এবং মেইন পরীক্ষার মত ইন্টারভিউটিও হয় অত্যন্ত কঠিন। যোগ্য প্রার্থীদের ব্যক্তিত্বের পাশাপাশি তাঁদের উপস্থিতি এবং তাৎক্ষণিক বুদ্ধি সবকিছুই ভালো ভাবে বিচার করেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি বিভিন্ন চোখা চোখা এবং কৌশলী প্রশ্নবানও ছোঁড়া হয় তাঁদের দিকে। দেশের সিভিল সার্ভিসের এই পরীক্ষায় যাচাই করা হয় প্রার্থীদের সাধারণ জ্ঞানও। সবমিলিয়ে দেশের প্রশাসনিক মহলে সুচারুভাবে কাজ করার জন্য তারা সমর্থ কিনা তাই ভালোভাবে ঝালিয়ে দেখা হয় ইন্টারভিউতে।

তবে, এখন বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সৌজন্যে কঠিন ওইসব ইন্টারভিউর ঝলক মাঝে মাঝেই আমরা দেখতে পাই নেটমাধ্যমে। সেখান থেকেই আমরা আঁচ করতে পারি ইন্টারভিউয়ের সময়ে ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় প্রার্থীদের। বর্তমান প্রতিবেদনে UPSC-র ইন্টারভিউয়ের কিছু কৌশলী প্রশ্ন এবং উত্তর তুলে ধরা হল।

প্রশ্ন ১: কোন ঘরে জানালা বা দরজা নেই?
উত্তর: সঠিক উত্তরটি হল- মাশরুম।

প্রশ্ন ২: একজন নেতা এবং একজন ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কী?
উত্তর: উভয়ের কাজ একই রকম। তবে একজন দিক নির্দেশনা করেন এবং আরেকজন গাইড করেন।

প্রশ্ন ৩: কোন ডাক্তার প্রথম করোনা ভাইরাস পরীক্ষা করেছিলেন?
উত্তর: উহান সেন্ট্রাল হাসপাতালের চোখের ডাক্তার লি ওয়েনলিয়াং প্রথম এই ভাইরাসের কথা বলেছিলেন।

প্রশ্ন ৪: কোন দেশে বিয়ে করলে পাত্রীর সাথে সাথে সরকারি চাকরি পাওয়া যায়?
উত্তরঃ আইসল্যান্ডই একমাত্র দেশ যেখানে মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায়।

প্রশ্ন ৫: পেট্রোলকে হিন্দিতে কী বলা হয়?
উত্তরঃ শিলাতৈল বা ধ্রুব স্বর্ণ।

প্রশ্ন ৬: আপনি কি ভালো বেতন প্যাকেজের জন্য সিভিল সার্ভিসে যোগ দিতে চান?

উত্তর: সিভিল সার্ভিস একটি মহান পেশা। সেখানে আমরা সরাসরি সমাজসেবা করার সুযোগ পাই। পাশাপাশি, এই পেশার মাধ্যমে যতটা সম্ভব মানুষের উপকারে আসা যায়। (যদিও এই প্রশ্নের উত্তর সবার জন্য আলাদা হতে পারে।)

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X