এই ছোট্ট শেয়ারে আজই করুন বিনিয়োগ, গত ছয় মাসে ১ লাখ টাকাকে বানিয়ে দিয়েছে ৬২ লাখ

বাংলা হান্ট ডেস্ক: আজ আমরা আপনাদের এমন একটি স্টক সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি যেটি মাত্র ছয় মাসেই দুর্ধর্ষ রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের বিরাট লাভের মুখ দেখিয়েছে। এই শেয়ারের নাম হল কায়সার কর্পোরেশন লিমিটেড (Kaiser Corporation Limited)। জানা গিয়েছে, এই শেয়ার বিগত ছয় মাসে তার বিনিয়োগকারীদের ৬,১৪২.২৭ শতাংশের শক্তিশালী রিটার্ন দিয়েছে। এমনকি, এই কোম্পানির স্টক ক্রমশ উর্ধ্বমুখী। শুধু তাই নয়, ইতিমধ্যেই ৪.৯৪ শতাংশ বেড়ে এটির মূল্য ৬০.৫৫ টাকায় বন্ধ হয়েছে।

তাই, আপনারও যদি পেনি স্টকে বিনিয়োগ করার কোনো পরিকল্পনা থাকে তাহলে Kaiser Corporation লিমিটেডের শেয়ারের দিকে অবশ্যই নজর রাখতে পারেন। এটি চলতি বছরের সম্ভাব্য মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে পরিগণিত হয়েছে।

৬ মাস আগে দাম ছিল ৯৭ পয়সা:
বিগত বেশ কয়েকটি ট্রেডিং সেশনে কায়সার কর্পোরেশন লিমিটেডের শেয়ার ক্রমাগত কমেছে। গত এক মাসে এটিতে ৪৬.৩৪ শতাংশের পতন দেখা যায়। তবে, এখন আবারও কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ছ’মাস আগে পর্যন্ত এই স্টকের দাম BSE-তে ছিল মাত্র ৯৫ পয়সা। যা এখন একলাফে বেড়ে হয়েছে ৬০.৫৫ টাকা। এই সময়ের মধ্যে, স্টকটি ৬,১৪২.২৭ শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি, এই বছর কায়সার করপোরেশন লিমিটেডের শেয়ার এখনও পর্যন্ত ১,৯৭৩.৬৩ শতাংশ রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে শেয়ারটি ২.৯২ টাকা থেকে বেড়ে ৬০.৫৫ টাকায় পৌঁছে গিয়েছে।

বিনিয়োগকারীরা পেয়েছেন ৬২ লক্ষ টাকার সুবিধা:
কায়সার কর্পোরেশন লিমিটেডের শেয়ারের প্রাইস চার্ট প্যাটার্নের দিকে তাকালে দেখা যাবে যে, একজন বিনিয়োগকারী যদি ছ’মাস আগে এই স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই অর্থের পরিমান কয়েকগুণ বেড়ে ৬২.৪২ লক্ষ টাকা হয়ে যেত। পাশাপাশি, যদি কোনো বিনিয়োগকারী চলতি বছর অর্থাৎ ২০২২ সালে এই কাউন্টারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে তিনি এখনও পর্যন্ত ২০.৭৩ লক্ষ টাকা লাভ করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৫৬ সালের কোম্পানি আইনের অধীনে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে মুম্বাইতে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে স্থাপিত হয়েছিল এই কোম্পানিটি। যদিও, ১৯৯৫ সালের ১৫ মার্চ থেকে কোম্পানিটি Kaiser Press Limited নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। তবে, শেষ পর্যন্ত ২০১৩-র ৫ নভেম্বরে এই কোম্পানির নাম পরিবর্তন করে “Kaiser Corporation Limited” করা হয়।

money news new.

মূলত, Kaiser Corporation Limited (KCL) লেবেল, স্টেশনারি আর্টিক্যাল, ম্যাগাজিন এবং কার্টনের ব্যবসায় নিয়োজিত। এছাড়াও, KCL তার সহযোগী সংস্থাগুলির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল হিট ট্রেসিং এবং টার্নকি প্রকল্পগুলিতেও কাজ করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর