নির্দিষ্ট তিথিতে রামলালার কপালে উজ্জ্বল ‘সূর্য তিলক’! প্রথম ছবি নিয়ে এল বাংলা হান্ট

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অন্যান্যবারের তুলনায় এবারের রাম নবমী একটু ভিন্ন। ভিন্ন হওয়ার কারণও রয়েছে অবশ্য। কারণ, চলতি বছর অযোধ্যায় রাম মন্দিরে (Ram Mandir) খোদ রামলালার অধিষ্ঠান। চলতি রাম নবমীতে (Ram Navami) রামলালার কপালে তিলক লাগাবেন খোদ সূর্যদেব। টানা ৪ মিনিট ধরে রামলালার কপালে তিলক কাটলেন সূর্যদেব। প্রকাশ্যে এল সেই অনন্য মুহুর্ত। সামনাসামনি না হলেও, মোবাইলের স্ক্রীনেই সেই মুহুর্তের সাক্ষী থাকার ব্যবস্থা করল বাংলা হান্ট।

ram mandir (2)

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X