জি বাংলা নাকি স্টার জলসা, সূর্য-দীপা নাকি জগদ্ধাত্রী! টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে কে পেল বেশি পুরস্কার?

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Award)। গত ২০১৪ সাল থেকে প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রীতিমত চাঁদের হাট বসে যেন। অনুষ্ঠানের মঞ্চে বাংলা সিরিয়ালের সেরা অভিনেতা-অভিনেত্রী এবং জুটিদের হাতে পুরস্কার তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Chatterjee)।

এইদিন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বহু নামিদামী মানুষ। সকলের উপস্থিতিতেই চলতি বছর প্রায় ৪১ টি ক্যাটাগরিতে ৬৬ জনের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই ভক্তরা মুখিয়ে রয়েছে সেরার সেরাদের নাম জানার জন্য। ঠিক কাদের মাথায় উঠল সেরার শিরোপা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সেরা অভিনেতা-অভিনেত্রী : চলতি বছর সেরা অভিনেতা অভিনেত্রীর খেতাব জিতেছেন অনুরাগের ছোঁয়ার সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত এবং জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। পাশাপাশি সেরা অভিনয় ক্যাটেগরিতে জয়ী হয়েছেন অভিনেতা কৌশিক সেন।

jagaddhatri and surjya tele academy award 2023 winner

প্রিয় ছেলে : এই ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার নিয়ে গেছে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শঙ্কর ওরফে রাহুল মজুমদার (Rahul Majumder) এবং ‘গাঁটছড়া’র ঋদ্ধি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)।

deepa shankar riddhi tele academy awards 2023 winners

সেরা বৌমা : টেলিভিশনের সেরা বৌমা এইমুহুর্তে একজনই। আর সে হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

সেরা মা-সেরা শাশুড়ি : এই ক্যাটাগরিতে সেরা মা হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন গাঁটছড়া সিরিয়ালের জুন মালিয়া (June Malia)। এদিকে শ্বাশুড়ির তকমা জিতেছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের লাবণ্য ওরফে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)

সেরা জুটি : চলতি বছরের সেরা জুটির ক্যাটাগরিতেও যৌথ বিজয়ী পাওয়া গেছে। যুগ্মভাবে জয়ী হয়েছেন দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়া) এবং নীল ভট্টাচার্য-তিয়াশা লেপচা (বাংলা মিডিয়াম)।

indira bikram surjya deepa tele academy awards 2023 winner

সেরা পরিবার : সেরা পরিবার হিসেবে একসাথে তিন তিনটে নাম উঠে এসেছে। ‘অনুরাগের ছোঁয়া’, ‘গাঁটছড়া’, জি বাংলার ‘নিম ফুলের মধু’কে দেওয়া হয়েছে সেরা পরিবারের অ্যাওয়ার্ড।

জনপ্রিয় ধারাবাহিক : খুব স্বাভাবিকভাবেই বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’ জিতে নিয়েছে এই পুরস্কার।

সেরা খলনায়ক-খলনায়িকা : খলনায়ক ও খলনায়িকা চরিত্রে সেরা হয়েছেন অনিন্দ্য চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ, প্রিয়া পাল, অহনা দত্ত এবং রশ্মি ভট্টাচার্য।

এসবের পাশাপাশি সেরা ভাই এবং বোন বিভাগে পুরস্কার জিতেছেন প্রারব্ধী সিং (অনুরাগের ছোঁয়া) এবং অনুষ্কা গোস্বামী (গাঁটছড়া)। সেরা সহ অভিনেতা, সহ অভিনেত্রীর পুরস্কার গেছে অরিজিতা মুখোপাধ্যায় (নিম ফুলের মধু) এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়ের হাতে। বয়স্ক জুটি ক্যাটাগরিতে সেরা হয়েছেন মিঠু চক্রবর্তী এবং অনিন্দ্য সরকার। আর আজীবন অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে সুমন্ত মুখোপাধ্যায়কে।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর