ময়ূরীকে সত্যি বলতে বাধ্য করল মেঘ, বড় সিদ্ধান্ত নীলের! প্রকাশ্যে ‘ইচ্ছেপুতুল’র ধামাকা পর্ব

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘ইচ্ছে পুতুর’ (Icche Putul)। শুরুর দিকটা সেভাবে আসর জমাতে না পারলেও সাম্প্রতিক সময়ে জমে উঠেছে মেঘ-নীল আর ময়ূরীর গল্প। রোজই একটার পর একটা টুইস্ট নিয়ে আসছে নির্মাতারা। একদিকে মেঘের (Megh) জীবনে এন্ট্রি নিয়েছে জিষ্ণু, অন্যদিকে নীলের (Neel) বৌ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে ময়ূরী (Mayuri)।

যারা সিরিয়ালটির নিয়মিত সঙ্গী তারা নিশ্চয়ই জানেন যে, বেঁচে থাকার জন্য ময়ূরী মেঘের উপর নির্ভরশীল হলেও বোনের প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা নেই তার মধ্যেই। উল্টে মেঘের সংসার ভাঙতে এবং মেঘের ক্ষতি করার জন্য সবসময় উঠে পড়ে লাগে সে। যদিও মেঘ বরাবরই তার কর্তব্যে অবিচল। নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছে দিদিকে। তবে এবার সে বেঁকে বসেছে।

গতকালকের এপিসোডেই আপনারা দেখেছেন যে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে ময়ূরী। এদিকে মেঘ দাবি করেছে যে, সে তখনই রক্ত দেবে যখন ময়ূরী নীলের সামনে সব সত্যি স্বীকার করবে। নানা চেষ্টা করেও যখন আর মেঘের মন টলাতে পারলনা তখন বাধ্য হয়ে নীলের সামনে সমস্ত সত্যি স্বীকার করে নেয় সে।

আরও পড়ুন : জি বাংলা নাকি স্টার জলসা, সূর্য-দীপা নাকি জগদ্ধাত্রী! টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে কে পেল বেশি পুরস্কার?

 

View this post on Instagram

 

A post shared by camouflage (@camouflage2302)

 

সবটা শুনে রীতিমত থ হয়ে যায় নীল এবং মেঘের বাবা মা। মধুমিতা দেবীও ভাবতে পারেননি যে, তার মেয়ে এমনকিছু করতে পারেন। চাপের মুখে পড়ে ময়ূরী স্পষ্টই জানায় যে, মেঘ কোনওদিনই রূপের প্রতি দূর্বল ছিলনা এবং রূপ খুবই নোংরা মানসিকতার একটি ছেলে। এই কথা শুনে নীল মেঘের কাছে ক্ষমা চাইতে গেলে মেঘ আগেভাগেই বলে দেয়, নীল যেন আর ক্ষমার আশা না করে।

 

এই ঘটনার পর থেকেই দর্শকদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি আবারও এক হবে মেঘ আর নীল? নাকি জিষ্ণুকে নিয়ে কোনও নতুন ট্র্যাক শুরু করবে নির্মাতারা। এসব প্রশ্নের মাঝেই সামনে এল ‘ইচ্ছে পুতুল’র ধামাকাদার প্রোমো। যা দেখে কার্যত থ দর্শকরা। কারণ প্রোমোতে দেখা যাচ্ছে, মেঘের মুখের উপর ডিভোর্সের পেপার ছুঁড়ে মারছে নীল। এবং স্পষ্ট বলছে যে সে এবার ময়ূরীকে বিয়ে করবে। এই বলে ময়ূরীর হাত ধরবে নীল। সব জানার পরেও নীল এই সিদ্ধান্ত কেন নিল? সেটা জানার জন্য দেখতে হবে ‘ইচ্ছে পুতুল’।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর