TRP-র চক্করে টলমল চ্যানেল! রাতারাতি বদলে গেল জি বাংলার সিরিয়ালের টাইম, রইল নতুন সময়সূচি

বাংলা হান্ট ডেস্ক : বিনোদনপ্রেমী মানুষদের কাছে সিরিয়াল একটা নেশার মত। ঘড়ির কাঁটা টিং টিং করার সাথে সাথে সবাই রিমোট হাতে বসে পড়ে টিভির সামনে‌। প্রত্যেকেই তাদের পছন্দের সিরিয়ালের (Bengali Serial) জন্য সময় বের করে রাখে। তবে হঠাৎ যদি শোনেন যে, সেই সব সিরিয়ালের সময় বদলে গেছে! হ্যাঁ, সম্প্রতি এটাই ঘটেছে বাংলা টেলি দুনিয়ায়। তাই পছন্দের সিরিয়াল মিস হওয়ার আগেই দেখে নিন নয়া টাইম টেবিল।

ইদানিং টিআরপি তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, একটা সময় টপ ১০ এর বেশিরভাগ সিরিয়াল জি বাংলার থাকলেও আজ সেই জায়গা দখল করে নিয়েছে স্টার জলসা। যদিও স্টার জলসার বেশকিছু হেভি ওয়েট সিরিয়ালকে টেক্কা দিচ্ছে জি বাংলার বেশকিছু মেগা। ধারাবাহিক গুলির মধ্যে রয়েছে, ইচ্ছেপুতুল (Icche Putul), জগদ্ধাত্রী (Jagaddhatri), কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha), নিম ফুলের মধু (Neem Phooler Madhu), রাঙা বউ (Ranga Bou)।

জানিয়ে দিই, গত ১৬ অক্টোবর থেকে বেশকিছু ধারাবাহিকের সময় বদলে ফেলেছে জি বাংলা। গত সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসার পর থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট চ্যানেলটি। এর আগে যেমন শোনা যাচ্ছিল যে, শীঘ্রই নাকি ইচ্ছেপুতুল বন্ধ হতে চলেছে। কারণ হিসেবে সামনে এসেছিল, চ্যানেল এবং প্রোডাকশন হাউসের ঝামেলার খবর।

আরও পড়ুন : মিশকাকে নিয়ে আদালতে হাজির দীপা! কী হবে এবার? টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

তবে ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে ভালো ফলাফল করার কারণে নাকি সিরিয়ালটি এখনই বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জি বাংলা। এবং তারপর বেশকিছু সিরিয়ালের সময়ও বদলে ফেলেছে। এবার থেকে ঘরে ঘরে জি বাংলা সম্প্রচার হবে বিকাল সাড়ে চারটায়। সোম থেকে শনি ‘দিদি নম্বর ওয়ান’ দেখানো হবে বিকাল পাঁচটায় এবং রবিবার সাড়ে সাতটায়। এদিকে ইচ্ছে পুতুল দেখানো হবে সন্ধ্যা ছয়টার স্লটে। সিরিয়ালটির পুনঃসম্প্রচারন হবে 2:10 Am, 3:44 Am, 6:30 Am, 12:00 Pm আর 3:00 Pm।

আরও পড়ুন : মাঝরাতে চরম বিপদ! ৯৯ বছরেও ঘটেনি এমন অঘটন, মল্লিক বাড়ির সাবেকি পুজো প্রায় ভেস্তে যাওয়ার মুখে

fb img 1697635401462

তারপরের স্লটেই দেখানো হবে ‘কার কাছে কই মনের কথা’। এই মেগা পুনরায় দেখতে পাবেন 1:00 Am, 8:00 Am, 10:30 Am, 1:30 Pm। স্লট বদলাচ্ছেনা ‘জগদ্ধাত্রী’র। সিরিয়ালটির পুনঃসম্প্রচারন হবে 11:30 Pm, 2:34 Am, 6:00 Am, 11:00 Am, 3:30 Pm। ‘ফুলকি’কে দেখতে পাওয়া যাবে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে। সিরিয়ালটি পুনরায় দেখতে পাবেন 12:30 Am, 9:30 Am, 11:30 Am, 2:00 Pm। ওদিকে ‘নিম ফুলের মধু’ দেখতে পাবেন রাত আটটার স্লটে। এবং পুনরায় দেখতে পাবেন 12:00 Am, 2:57 Am, 7:30 Am, 10:00 Am, 4:00 Pm।

screenshot 2023 10 18 18 54 05 14 a23b203fd3aafc6dcb84e438dda678b6

এরপরেই রাত সাড়ে আটটার স্লটে দেখানো হবে রাঙা বউ। সিরিয়ালটির রিপিট টেলিকাস্ট হবে 4:08 am আর 1:00 pm। এদিকে মিলি দেখানো হবে রাত নয়টা এবং দুপুর আড়াইটায়। অন্যদিকে রাত সাড়ে নয়টায় দেখানো হবে খেলনা বাড়ি। এদিকে রিপিট টেলিকাস্ট হবে 3:21 Am, 8:30 Am এবং 12:30 Pm। ওদিকে গৌরী এলো দেখানো হবে রাত সাড়ে দশটায়‌। সিরিয়ালটির রিপিট টেলিকাস্ট হবে 1:47 Am, 4: 31 Am এবং 7:00 Am। সাড়ে দশটার স্লটে দেখানো হবে ‘মন দিতে চাই’। রাত্রি এগারোটার স্লটে আসবে শ্রী কৃষ্ণলীলা। শুক্র-শনিবার রাত্রি সাড়ে নয়টার স্লটে দেখানো হবে ‘দাদাগিরি’ এবং রবিবার সাড়ে নয়টার স্লটে সম্প্রচারিত হবে ‘ডান্স বাংলা ডান্স’।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর