বাংলাহান্ট ডেস্কঃ আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee) বেতন কাঠামোয় আসতে চলেছে আমূল পরিবর্তন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় ৫২ লক্ষ কর্মীদের ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে, তখন থেকেই কেন্দ্রীয় সরকার কর্মচারীরা তাদের বেতনকে তা কীভাবে প্রভাব ফেলবে তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন।
সরকার এই বৃদ্ধির ঘোষণার পাশাপাশি জানিয়েছিল, সুবিধাগুলি ১ জুলাই থেকে কর্মীদের দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীর ডিএ (DA) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। যার মধ্যে একটি ৩ শতাংশ, ৪ শতাংশ, এবং প্রত্যাশিত ৪ শতাংশ ডিএ বৃদ্ধি রয়েছে চলতি বছরের ১ জানুয়ারি থেকেই।
এর ফলে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নিয়ম অনুসারে, কর্মীদের মূল বেতনের ফিটাইম ফ্যাক্টর (Fitment Factor) দ্বারা গুণিত হবে যা ২.৫৭ এবং ভাতা ব্যতীত সরকারী কর্মীদের মাসিক সিটিসিও বাড়িয়ে বাড়ানোর কথা জানানো হয়েছিল।
এমনকি ডিএ (DA) বৃদ্ধির পরেই কেন্দ্রীয় কর্মচারীদের ভ্রমণ ভাতাও বা Travel Allowance (TA) বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। আর এই ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের পিএফ (PF), গ্র্যাচুয়িটিতেও (Gratuity) পরিবর্তন আসতে চলেছে।