কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় খবর! ১ জুলাই থেকে আসতে চলেছে বেতন কাঠামোয় আমূল পরিবর্তন

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee) বেতন কাঠামোয় আসতে চলেছে আমূল পরিবর্তন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় ৫২ লক্ষ কর্মীদের ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে, তখন থেকেই কেন্দ্রীয় সরকার কর্মচারীরা তাদের বেতনকে তা কীভাবে প্রভাব ফেলবে তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন।

7th Pay Commission: Big relief for these Central Govt employees during Coronavirus Pandemic; Check details | Business News – India TV

সরকার এই বৃদ্ধির ঘোষণার পাশাপাশি জানিয়েছিল, সুবিধাগুলি ১ জুলাই থেকে কর্মীদের দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীর ডিএ (DA) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। যার মধ্যে একটি ৩ শতাংশ, ৪ শতাংশ, এবং প্রত্যাশিত ৪ শতাংশ ডিএ বৃদ্ধি রয়েছে চলতি বছরের ১ জানুয়ারি থেকেই।

 এরফলে কতখানি বাড়িতে পারে বেতন? এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশে পৌঁছে যেতে পারে ৷ এর মধ্যে জুন ২০২০ পর্যন্ত ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ৷ প্রতীকী ছবি ৷

এর ফলে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নিয়ম অনুসারে, কর্মীদের মূল বেতনের ফিটাইম ফ্যাক্টর  (Fitment Factor) দ্বারা গুণিত হবে যা ২.৫৭ এবং ভাতা ব্যতীত সরকারী কর্মীদের মাসিক সিটিসিও বাড়িয়ে বাড়ানোর কথা জানানো হয়েছিল।

 কেন্দ্রের দুরন্ত ঘোষণা, ৫২ লক্ষ কর্মচারীদের জন ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷

এমনকি ডিএ (DA) বৃদ্ধির পরেই কেন্দ্রীয় কর্মচারীদের ভ্রমণ ভাতাও বা Travel Allowance (TA) বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। আর এই ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের পিএফ (PF), গ্র্যাচুয়িটিতেও (Gratuity) পরিবর্তন আসতে চলেছে।

সম্পর্কিত খবর