বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) ড্রেসিংরুমের অন্দরমহলের খবর ফাঁস করে দেওয়ার জন্য বিসিসিআই (BCCI) শাস্তি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে (Chetan Sharma)। তার পরবর্তীতেকে এই কাজের দায়িত্ব নিতে পারেন সেই নিয়ে কম জল্পনা হয়নি। মাঝে একবার বীরেন্দ্র সেওবাগের নাম এই আলোচনায় উঠে এসেছিল। কিন্তু প্রাক্তন ভারতীয় ওপেনের সরাসরি জানিয়ে দেন যে বিসিসিআই তাকে এই কাজের জন্য অনুরোধ জানায়নি এবং তিনি নিজেও এই কাজ করতে ইচ্ছুক নন। এমন পরিস্থিতিতে এই দায়িত্বটি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) দেওয়া যায় কিনা, সেই নিয়ে জল্পনা উঠেছিল।
মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ২০১৯ সালে। কিন্তু এখনো ভারতীয় ক্রিকেট সমর্থকদের অগাধ আস্থা রয়েছে তার প্রতি। ভক্তদের প্রিয় মাহিকে এই দায়িত্ব দিয়ে বড় অংশের সমর্থকদের সন্তুষ্ট করার সুযোগ ছিল বিসিসিআইয়ের সামনে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলেও ভারতের সবচেয়ে সফল অধিনায়ক কে এই কাজের দায়িত্ব দিতে পারবে না।
নিয়ম বলছে মহেন্দ্র সিংহ ধোনি এই কাজের জন্য যোগ্য নন। এই কথা শুনে ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের হয়ে ৫০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ধনের মধ্যে কোন গুণ বর্তমান নিয়ে যার জন্য তাকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে না! সেই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেক সমর্থককে।
কিন্তু পরিস্থিতি বিচার করে দেখলে বোঝা যাবে যে নিয়মের ফাঁদে জড়িয়ে যাওয়ার কারণে ধোনির এই দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। বিসিসিআইয়ের সংবিধানের নিয়ম রয়েছে যে ব্যক্তি এই বিশেষ পদের দায়িত্ব নেবেন তার সব রকমের ক্রিকেট কেরিয়ার অন্তত পাঁচ বছর আগে শেষ হয়ে গিয়েছে এমন হতেই হবে। আর ঠিক এখানেই ফেঁসে গিয়েছেন মাহি।
ধোনি এখনো অবসর নেননি ক্রিকেট থেকে পুরোপুরি। ২০১৯ সালে ভারতের জার্সিতে তিনি শেষবার মাঠে নেমেছিলেন। কিন্তু এখনো চেন্নাই সুপার কিংসের জার্সিতে চুটিয়ে আইপিএল খেলে চলেছেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি কোনওভাবেই এই পদের যোগ্য নন, সেটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই অন্ধ ধোনি ভক্তদের সামনেও।