বেদনাদায়ক! ১৫০ বছরের পুরোনো হেরিটেজ লাইনে ট্রেন জার্নি বন্ধ করল রেল, চলছিল ব্রিটিশ আমল থেকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শেষ হল ইতিহাস। ট্রেন চলাচল বন্ধ হল ১৫০ বছর পুরনো হেরিটেজ লাইনে (Heritage line)। পশ্চিম মধ্যপ্রদেশের (Madhyapradesh) এই রুটের শেষ ট্রেনকে সবুজ সিগন্যাল দেখানো হল মঙ্গলবার। এরপর এই রুটে ট্রেন (Train services) চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। মিটার গেজ থেকে এই লাইনটিকে পরিণত করা হবে ব্রডগেডে।

এই রূটটি ছিল ওঙ্কারেশ্বর রোড স্টেশন থেকে মহউ পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, ওঙ্কারেশ্বর হল বারোটি জ্যোতিলিঙ্গের অন্যতম একটি। আবার আমাদের দেশের সংবিধানের রচয়িতা বাবাসাহেব আম্বেদকর (B.R Ambedkar) জন্ম গ্রহণ করেছিলেন মহউতে। যাত্রীরা লোকো পাইলট দৌলতরাম মিনা ও তার সহকর্মীদের মঙ্গলবার এই রুটের শেষ ট্রেন যাত্রা শুরুর আগে মালা পরান।

ওমকারেশ্বরের বাসিন্দা মোঃ শাহিদ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, খুবই বেদনাদায়ক এই ট্রেনের শেষ যাত্রা। আমরা সহজেই এই ট্রেন করে পৌঁছে যেতে পারতাম মহউ পর্যন্ত। এখন আমাদের বাসে করে গন্তব্যে পৌঁছাতে হবে। পশ্চিম রেলের রতলাম ডিভিশনের জনসংযোগ আধিকারিক খেমরাজ মিনা বলেছেন, খান্ডওয়া এবং মহউ এর মাঝামাঝি ৯০ কিলোমিটার এর মাঝের অংশকে পরিণত করা হচ্ছে ব্রডগেজে। এ কারণে আপাতত এই বন্ধ থাকবে ট্রেন চলাচল।

Heritage line

পাতাল পানি ও কলাকুন্ডের মাঝের রেল পথকে ঘোষণা করা হয়েছিল হেরিটেজ হিসেবে। এই রুটে হেরিটেজ ট্রেন চলাচল শুরু করেছিল ২০১৮ সালের ২৫ ডিসেম্বর। রেলওয়ে কর্মকর্তারা বলেছেন যে তৎকালীন হোলকার শাসকরা ১৮৭০ সালে ১০১ বছরের জন্য ১ কোটি টাকা ঋণ দিয়েছিলেন ব্রিটিশদের। এই ঋণ দেওয়া হয়েছিল তাদের রাজধানী ইন্দরের সাথে খান্ডওয়াকে রেল পথে যুক্ত করার জন্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X