দু দুটো বিয়ে! রানু মণ্ডলের সঙ্গে গান রেকর্ডের পরেই নুসরত জাহানের সঙ্গে বিয়ে ভাঙল হিরো আলমের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই দিব‍্য খোশ মেজাজে ছিলেন হিরো আলম (Hero Alom)। বাংলাদেশ থেকে ভারতে এসে দু দুজন ভাইরাল শিল্পী ভুবন বাদ‍্যকর ও রানু মণ্ডলের সঙ্গে গান রেকর্ড করে নিয়ে গিয়েছেন তিনি। ভুবন ও আলমের ‘বাবু খাইছো কাঁচা বাদাম’ ইতিমধ‍্যেই হিট। এর মাঝেই এল খারাপ খব‍র। বিয়ে ভেঙে গেল হিরো আলমের!

স্ত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে বৈবাহিক জীবনে নাকি টানাপোড়েন চলছিল আশরাফুল আলম ওরফে হিরো আলমের। বেশ কিছুদিন ধরেই বিষয়টা নিয়ে চর্চায় ছিলেন বাংলাদেশের ভাইরাল শিল্পী। শেষমেষ বিয়েটা আর টিকিয়ে রাখতে পারলেন না হিরো আলম।


বাংলাদেশের সংবাদ মাধ‍্যম সূত্রে জানা যাচ্ছে, হিরো আলমের দুটি বিয়ে। নুসরত তাঁর দ্বিতীয় স্ত্রী। ২০১৯ এ বিয়ে হয় দুজনের। বগুড়ায় প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে হিরো আলমের। নুসরত জানান, স্বামীর প্রথম পক্ষের কথা তিনি জানেন। তবে তিনি এতদিন জানতেন যে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

কিন্তু সম্প্রতি তিনি খোঁজ খবর করে জানতে পারেন যে আদৌ প্রথম পক্ষের স্ত্রীকে তালাক দেননি হিরো আলম। বরং এখনো দুজনের মধ‍্যে যোগাযোগ রয়েছে। নুসরত আরো অভিযোগ করেছেন, একাধিক নারীসঙ্গ করেন তাঁর স্বামী। তিনি প্রতিবাদ করলে তাঁকেও তালাকের ভয় দেখিয়েছেন।

বিয়ের পর থেকে একসঙ্গে কাজ করতেন হিরো আলম ও নুসরত জাহান। বিচ্ছেদের পরেও এখনো একসঙ্গে কাজ করছেন তাঁরা। তবে নুসরত জানান, গত ৮ মাস ধরে তিনি হিরো আলমকে ছেড়ে নিজের বাবা মায়ের সঙ্গে থাকছেন। তাঁর স্বামী নাকি তাঁকে নানা ভাবে ভয় দেখাতেন। নুসরতের সংসার করার নেশা। কিন্তু হিরো আলম নাকি অন‍্য নারীতে আসক্ত। নিজেকে তারকা মনে করে অন‍্যদের তাচ্ছিল‍্য করেন তিনি।


এ বিষয়ে যদিও হিরো আলমের বক্তব‍্য, তিনি লোকের মুখে শুনেছেন যে নুসরত তাঁকে তালাক দিয়েছে। তবে বিচ্ছেদের কাগজ পত্র এখনো হাতে পাননি তিনি। আর খবরটা সত‍্যি হলেও তাঁর কিছু করার নেই বলেই জানান হিরো আলম।

X