‘বাঁদর’ বলে অপমান! আর সিনেমা করবেন না, লাইভে এসে কেঁদে ভাসালেন হিরো আলম

বাংলাহান্ট ডেস্ক: তাঁকে নিয়ে যতই ট্রোল, মশকরা হোক না কেন, হিরো আলমকে (hero alom) অগ্রাহ‍্য করার ক্ষমতা কারোর নেই। একথা স্বীকার করতেই হবে। বাংলাদেশের এই অভিনেতার সোশ‍্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অবাক করার মতোই। তাঁর লুক, গানের গলা, অভিনয় সবকিছু নিয়েই ট্রোল হয়। কিন্তু তা সত্ত্বেও কাজ বন্ধ করেননি হিরো আলম।

কিন্তু শেষমেষ অঘটনটা ঘটেই গেল। হিরো আলম জানিয়ে দিলেন তিনি আর সিনেমা করবেন না। সোশ‍্যাল মিডিয়া লাইভে এসে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিলেন অভিনেতা। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এফডিসির বিরুদ্ধে অপমান করার অভিযোগ তুলেছেন হিরো আলম।

Hero Alom biography
তাঁর অভিযোগ, ফিল্ম ইন্ডাস্ট্রি বারংবার তাঁকে অপমান করে চলেছে। যতবারই এফডিসিতে গিয়েছেন ততবারই অপমানিত হয়ে ফিরতে হয়েছে তাঁকে। তাই আর কোনোদিন তিনি যাবেন না এফডিসিতে। হিরো আলমের অভিযোগ, তাঁকে নাকি ‘বাঁদর’ বলে অপমান করা হয়েছে।

বিশেষ করে পরিচালক শাহিন সুমন তাঁকে তীব্র অপমান করেছেন। তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এফডিসি থেকে। তিনি পাঁচটা ছবি করেছেন। কিন্তু এই অপমানের পর আর তিনি অভিনয় করবেন না বলেই জানিয়েছেন হিরো আলম।

মাঝে মধ‍্যেই নিজের অদ্ভূত ক্রিয়াকলাপের জেরে চর্চায় উঠে আসেন হিরো আলম। মাস কয়েক আগে নেটদুনিয়ায় ভাইরাল সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’ গেয়ে শোনান হিরো আলম। তাঁর অদ্ভূত উচ্চারণ ও বেসুরো গায়কীর দৌলতে ভাইরাল হয়েছিল সে গান। নেটিজেনরা হেসে লুটোপুটি খেয়েছে হিরো আলমেরেরেরের কাণ্ড দেখে। অনেকে বলেছিলেন, এ গান শুনলে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে।

এমনকি ‘কাঁচা বাদাম’ এর হিন্দি ভার্সনও বের করেছিলেন হিরো আলম। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে প্রচুর আবেদন আসছিল এই গানটি নিয়ে। তাই বিনোদন দেওয়ার জন‍্য একটু অন‍্য রকম ভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছেন হিরো আলম। তিনি জানিয়েছেন, অভিনয় আর না করলেও সোশ‍্যাল মিডিয়ায় ভিডিও বানাবেন ঠিকই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর