বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশি অভিনেতা হিরো আলমকে (hero alom) কে না চেনে! নিজের লুকস ও অভিনয় দক্ষতার জন্য কিছুটা সমালোচনা এবং ট্রোলের জন্যই বিখ্যাত হয়ে উঠেছেন তিনি। কিন্তু হিরো আলমকে নিয়ে যতই ট্রোল হোক না কেন, তাঁকে উপেক্ষা করার ক্ষমতা কারোর নেই। নিজের দক্ষতাতেই নেটদুনিয়ায় জায়গা করে নিয়েছেন হিরো আলম।
সম্প্রতি আবারো চর্চায় নাম উঠে এসেছে বাংলাদেশি এই অভিনেতার। বেশ কিছুদিন ধরে নেটমাধ্যমে শোনা যাচ্ছিল হিরো আলম ও তাঁর স্ত্রী নুসরত জাহান সুমির (nusrat jahan sumi) মধ্যে বিবাদ চরমে উঠেছে। এমনকি কয়েকজন ইউটিউবার দাবি করেছিলেন নুসরত নাকি হিরো আলমকে ছেড়ে চিকন আলির সঙ্গে সংসার করার মনস্থ করেছেন।
বেশ কিছুদিন বিষয়টা নিয়ে জলঘোলা হওয়ার পর অবশেষে হস্তক্ষেপ করলেন হিরো আলম খোদ। সোশ্যল মিডিয়াতেই মুখ খুললেন তিনি। এদিন নুসরতের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কিছু ভুয়ো পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ নেই, বাজে কিছু গুজব রটাচ্ছে। আমার নুসরত নাকি আমাকে ছেড়ে চিকন আলী সাথে পালিয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেউ গুজবে কান দেবেন না। আমরা অনেক সুখে শান্তিতে সংসার করছি, তাই হয়তো বা অনেকেরই সহ্য হচ্ছে না, তাই আজে বাজে নিউজ করছে ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য। ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে, ভিডিও বানাচ্ছে। আমরা একসাথে আছি, সংসার করছি। সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়!’
https://www.facebook.com/121300338307531/posts/1248017548969132/
প্রসঙ্গত, মাত্র চার দিন আগেই একটি সুখবর দিয়েছিলেন হিরো আলম। তাঁর ফেসবুক পেজটি এখন ভেরিফায়েড। অর্থাৎ পেজে তাঁর নামের পাশে ব্লু টিক পড়ে গিয়েছে। অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, ‘সবাইকে শুভ সকাল। আজকের সকালটা খুব ভালো। আজ আমার পেজটা ভেরিফায়েড হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে’।